Magazines cover a wide range of subjects, including fashion, lifestyle, health, politics, business, entertainment, sports, and science.

  • হোম
  • ব্লগের বিবরণ
জাতীয়

কালিগঞ্জেে দারুল উলুম চৌমুহনী ফাজিল মাদ্রাসার শিক্ষার্থীদের ১ম পুনমিলনী অনুষ্ঠিত

০১ এপ্রি, ২০২৫ পড়া হয়েছে: ৪৫০
কালিগঞ্জেে দারুল উলুম চৌমুহনী ফাজিল মাদ্রাসার শিক্ষার্থীদের ১ম পুনমিলনী অনুষ্ঠিত

হাফিজুর রহমান শিমুলঃ কালিগঞ্জ উপজেলার দারুল উলুম চৌমুহনী ফাজিল মাদ্রাসার বর্তমান ও সাবেক শিক্ষক ও ছাত্র ছাত্রীদের ১ম পুনমিলনী অনুষ্ঠান ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত হয়েছে। চৌমুহনী দারুল উলুম ফাজিল মাদ্রাসার আয়োজনে মঙ্গলবার (১ এপ্রিল২৫) ঈদুল ফিতরের পরের দিন সকাল ৯ টায় মাদ্রাসা প্রাঙ্গনে ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশের মধ্যদিয়ে মাদ্রাসার সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের প্রথম পুনর্মিলনী সম্বর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের এনবিআর এর উপদেষ্টা ও এসডিএফ ফাউন্ডেশনের চেয়ারম্যান ডক্টর আব্দুল মজিদ। দারুল উলুম চৌমুহনী ফাজিল মাদ্রাসার (অবঃ) অধ্যক্ষ আব্দুল কাদের হেলালির সভাপতিত্বে ও মাদ্রাসার সাবেক ছাত্র স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টার এপিএস মাহবুব আলম এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ শিকড় এর পরিচালক মাওলানা আজিজুর রহমান, সাবেক এমপি গাজী নজরুল ইসলাম, ঢাকা তালিমুল মিল্লাত মাদ্রাসার প্রধান মুহাদ্দিস মাওলানা আব্দুল গাফফার, সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মিজানুর রহমান, সাবেক চেয়ারম্যান মাসুদুর রহমান সাগর, কালিগঞ্জ রোকেয়া মনসুর মহিলা কলেজের সহকারী অধ্যাপক মোশারফ হোসেন, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, ন্যাশনাল ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি অনুষ্ঠানের পৃষ্ঠপোষক শেখ আকতার উদ্দিন আহমেদ, বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলমসহ শিক্ষক মণ্ডলী, সাবেক ও বর্তমান শিক্ষার্থী এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ। অনুষ্ঠানে মাদ্রাসার সাবেক ও বর্তমান ৬'শ জন রেজিস্ট্রেশনকৃত শিক্ষার্থীকে পাঞ্জাবি, ব্যাগ ও উপহার প্রদান এবং সম্মানিত অতিথি সাবেক শিক্ষক ও শিক্ষার্থীদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এরপরে বিকাল থেকে গভীর রাত অবধি পর্যন্ত সাতক্ষীরার কপোতাক্ষ শিল্পগোষ্ঠী ও উত্তাল শিল্পীগোষ্ঠী ও শ্যামনগরের বিহঙ্গ টিভি শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। অনুষ্ঠানে মাদ্রাসার বর্তমান ও সাবেক শিক্ষক, শিক্ষার্থী, সুধীজন, সাংবাদিক, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান উদযাপন কমিটির আহবায়ক অত্র মাদ্রাসার প্রাক্তন কৃতি ছাত্র মাওঃ মুজিবুর রহমান, সদস্য সচিব মুহাম্মাদ মাহবুব আলম ও মুখ্য সমন্বয়ক মুহাম্মাদ আব্দুর রবসহ অন্যান্য সদস্যবৃন্দ সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে পুনর্মিলন অনুষ্ঠান সম্পন্ন করেন।