শিক্ষা

ওরা কারা যারা এইচএসসি তে রেজাল্ট খারাপ করে ?

ওরা কারা যারা এইচএসসি তে রেজাল্ট খারাপ করে ?

আমার বাপ দাদার চৌদ্দ গুষ্টিতে যত মেয়ে আছে তারা সবাই মোটামুটি আগুন সুন্দরী! কাটাকাটা নাকমুখ - গায়ের রং পাকা আপেল! ক্লাস নাইন থেকেই গাদাগাদা বিয়ের প্রস্তাব আর ভুরিভুরি প্রেমের কুপ্রস্তাব শুরু হয়ে যায় ! তবুও,ঘটকের আনাগোনা অগ্রাহ্য করে তারা এইচএসসি পর্যন্ত পড়ে। ভবিষ্যৎ উচ্চ শিক্ষিত স্বামীর সাথে শিক্ষাগত যোগ্যতায় নুন‍্যতম মানানসই তো হতে হবে! 

এইচএসসি পাশের পরই তাদের উচ্চবিত্ত উচ্চ বংশীয় সুদর্শন শিক্ষিত পাত্রের সাথে বিয়ে হয়ে যায় !
অপ্রাসঙ্গিক হলেও বলে রাখি, সৈয়দ বংশের নিয়ম অনুসারে বিয়েতে তেমন কোন খরচ কণ‍্যাপক্ষ থেকে করা হয়না! পাত্র পক্ষ আপাদমস্তক গহনায় মুড়ে দেনমোহর পুরো চুকিয়ে বউ নিয়ে যায় ! 

    পরবর্তীতে, মেয়েরা সবাই নিজেদের নাম পরিচয় ঘুচিয়ে মিসেস অমুক মিসেস তমুক খেতাব ধারন করে বিলাসিতা আর আভিজাত্য নিয়ে সংসার করে! 
তারা জানে, বিয়েই তাদের ভবিষ্যৎ,সংসার তাদের ভরসা,স্বামীই তাদের ভূষণ -তারপরও এইচএসসি পরীক্ষায় তারা সকলেই যথেষ্ট ভালোভাবেই পাশ করে ! 
জীবনের লক্ষ্য যাই হোক অন্তত এইচএসসি লেভেল পর্যন্ত পড়াশোনার কোন বিকল্প হতে পারে না! ওরা কারা যারা এইচএসসি তে রেজাল্ট খারাপ করে ?

যারা পড়াশোনায় ফাঁকি দিয়ে বা গাফিলতি করে এইচএসসি তে রেজাল্ট খারাপ করেছে - তাদের প্রতি আমার বিন্দুমাত্র সমবেদনা আসেনা- সান্ত্বনার তো প্রশ্নই ওঠেনা! 
কেউ কেউ বলে রবীন্দ্রনাথ নজরুল নাকি পড়েন নি -ডাহা মিথ্যা! তারা হয়তো প্রাতিষ্ঠানিক ডিগ্রি নেননি কিন্তু প্রচুর পড়েছেন- প্রচুর লিখেছেন! সেই পড়ালেখার এক কানাকড়িও আমরা করিনা! করলে সব ফেলটুসরাই এক একজন রবীন্দ্রনাথ নজরুল হতো!

      পড়ার সদিচ্ছা যদি নাই থাকে তবে স্টুডেন্ট ট‍্যাগ লাগানোর দরকার কি বাপধন!?
প্রেম পীরিতি, রাজনীতি, চ‍্যাটিং, ডেটিং, চিটিং,কিডিং করার জন্য পুরো জীবন তো পড়ে আছে! অন্তত এইচএসসি লেভেল পর্যন্ত সব বাদ দিয়ে পড়াকেই ধ‍্যান জ্ঞান করলে আখেরে লাভ বই ক্ষতি হবে না !!!

লেখক : ডাঃ সাবরিনা মিষ্টি