শফিকুল ইসলাম সফিক : সারা দেশের সঙ্গে একযোগে বৃহস্পতিবার (১৬ অক্টোবর) প্রকাশিত হয়েছে এইচএসসি ২০২৫ সালের পরীক্ষার ফলাফল। সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় তিনটি কলেজের মধ্যে সর্বোচ্চ সাফল্য অর্জন করেছে হাওরাঞ্চলের গর্ব—বংশীকুন্ডা কলেজ।
প্রতিষ্ঠানটির মোট ৫৮ জন পরীক্ষার্থীর মধ্যে ৪৭ জন কৃতকার্য হয়েছে। পাশের হার ৭৭ দশমিক ০৫ শতাংশ।
অন্যদিকে মধ্যনগর বি.পি. স্কুল অ্যান্ড কলেজে পাশের হার ৬০ দশমিক ১২ শতাংশ এবং লায়েছ ভূঁইয়া উচ্চ বিদ্যালয় ও কলেজে পাশের হার ৬৯ দশমিক ৮৯ শতাংশ বলে জানা গেছে।
২০১৩ সালে প্রতিষ্ঠার পর থেকেই বংশীকুন্ডা কলেজ ধারাবাহিকভাবে ভালো ফলাফল ধরে রেখেছে। শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের আন্তরিকতা, নিয়মিত পাঠদান এবং শিক্ষকদের নিবেদিত প্রচেষ্টায় কলেজটি এ বছরও উপজেলার শীর্ষস্থান অর্জন করেছে।
একজন শিক্ষার্থী বলেন, “হাওরের মতো দুর্গম এলাকায় থেকেও আমরা প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি নিজেদের এগিয়ে নেওয়ার জন্য। শিক্ষকদের আন্তরিক দিকনির্দেশনাই আমাদের সাফল্যের ভিত্তি।”
আরেকজন শিক্ষার্থী জানান, “অবকাঠামোগত সীমাবদ্ধতা ও প্রাকৃতিক দুর্ভোগ থাকা সত্ত্বেও বংশীকুন্ডা কলেজ কখনো থেমে থাকেনি। সরকারি সহায়তা ও আধুনিক শিক্ষা উপকরণ পেলে এটি পুরো সুনামগঞ্জ জেলার একটি মডেল প্রতিষ্ঠান হয়ে উঠতে পারে।”
কলেজের শিক্ষকবৃন্দ জানান, “বংশীকুন্ডা কলেজ হাওরাঞ্চলের শিক্ষার আলো ছড়াতে নিরলসভাবে কাজ করছে। শিক্ষার মানোন্নয়নে সরকারের সহযোগিতা অব্যাহত থাকলে আগামীতে আরও উন্নত ফলাফল উপহার দিতে পারব।”
সাফল্যের এই ধারাবাহিকতায় শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকসহ পুরো এলাকাবাসী আনন্দে উচ্ছ্বসিত।