খেলাধুলা

দীপু চাকমা স্বর্ণজয়ী তায়কোয়ানডো খেলোয়াড়কে জাতীয় ক্যাম্প থেকে বহিষ্কার

দীপু চাকমা স্বর্ণজয়ী তায়কোয়ানডো খেলোয়াড়কে জাতীয় ক্যাম্প থেকে বহিষ্কার

ক্রীড়া প্রতিবেদক, ঢাকা: আসন্ন সাউথ এশিয়ান গেমসের প্রস্তুতির জন্য জাতীয় তায়কোয়ানডো ক্যাম্পে শৃঙ্খলা ভঙ্গ ও গুরুতর আচরণে অভিযুক্ত ২০১৯ সালের সাউথ এশিয়ান গেমসের স্বর্ণজয়ী দীপু চাকমাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

ফেডারেশন সূত্রে জানা গেছে, দিপু চাকমা ক্যাম্পে কোচের নির্দেশনা অমান্য করতেন, দলের অন্য খেলোয়াড়দের উস্কানি দিতেন এবং বিদেশি কোচকে বিব্রত করার উদ্দেশ্যে বার্তা পাঠাতেন। এছাড়া, নারী নির্যাতন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি হওয়াসহ শৃঙ্খলা ভঙ্গের একাধিক অভিযোগ তার বিরুদ্ধে ওঠে।

তায়কোয়ানডো ফেডারেশন জানিয়েছে, ক্যাম্পে শূন্য সহনশীলতা (জিরো টলারেন্স) নীতি গ্রহণ করা হয়েছে। দলের কোচ ও কর্মকর্তাদের কাছ থেকে প্রাপ্ত অভিযোগের সত্যতা নিশ্চিত হওয়ার পরই এই সিদ্ধান্ত কার্যকর করা হয়।

প্রশিক্ষণ ক্যাম্পের একটি কোচ নাম প্রকাশ না করার শর্তে বলেন,

"দীপু চাকমার কার্যকলাপ দলের একাত্মতা ও আসন্ন গুরুত্বপূর্ণ আসরের প্রস্তুতির জন্য মারাত্মক হুমকি ছিল। শৃঙ্খলা ফিরিয়ে আনতে যৌথ সিদ্ধান্তে এই পদক্ষেপ নেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না।"

ফেডারেশন জানিয়েছে, দিপু চাকমা এবং তার সহযোগী ফয়সাল আহমেদ দলের শৃঙ্খলা ভেঙে ক্যাম্প ত্যাগের হুমকি দিয়েছেন। এছাড়া, তার কর্মকাণ্ড ফেডারেশনের অভ্যন্তরীণ কোন্দল প্রকাশ্যে এনেছে।

উল্লেখ্য, দিপু চাকমা তার ব্যক্তিগত বিরোধ ও অপরাধমূলক কার্যকলাপে ক্যাম্পের পরিবেশে মারাত্মক প্রভাব ফেলছিল। নারী খেলোয়াড়দের শারীরিকভাবে অনাকাঙ্ক্ষিত স্পর্শ ও ফৌজদারি অপরাধের অভিযোগ থাকায় ফেডারেশন কোনো ছাড় দেয়নি।