শিক্ষা

শ্রীনগরে রুদ্রপাড়া দারুল কুরআন মাদানিয়া মাদ্রাসার ২৪তম ওয়াজ মাহফিলে ৩২ লাখ টাকা অনুদান ও ২০০ বস্তা চাউল বিতরণ

শ্রীনগরে রুদ্রপাড়া দারুল কুরআন মাদানিয়া মাদ্রাসার ২৪তম ওয়াজ মাহফিলে ৩২ লাখ টাকা অনুদান ও ২০০ বস্তা চাউল বিতরণ

আব্দুল মান্নান সিদ্দিকী : মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার ঐতিহ্যবাহী রুদ্রপাড়া দারুল কুরআন  মাদানিয়া  মাদ্রাসার
 ২৪ তম ওয়াজ মাহফিল 
২৬ অক্টোবর ২০২৫রবিবার বাদ আসর  হতে শুরু হয়ে রাত বারোটায় শেষ হয় ।
উক্ত মাহফিলে সভাপতিত্ব করেন,
মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি আলহাজ্ব আবুল কাশেম খান।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বয়ান করেন  ,মুহতামিমও সাইখুল হাদিস,ঐতিহ্যবাহী ফরিদাবাদ মাদ্রাসা ঢাকা 
আল্লামা আব্দুল কুদ্দুস। 
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বয়ান করেন,
খতিব ,বাইতুল মামুর জামে মসজিদ,সাইন্স ল্যাবরেটরি মোড়  ঢাকা 
মাওলানা হাসান জামিল ,

খতিব বাইতুলহাফিজ জামে মসজিদ ,বিসিক শিল্প নগরী নারায়ণগঞ্জ 
মাওলানা আল আমিন  শেখ  ,

 খতিব ,নবীপুর জামে মসজিদ,হাজারীবাগ ঢাকা,
মাওলানা খলিল আহমেদ নাদিম ।
 আরো বয়ান করেন,মুহতামিম ,রুদ্রপাড়া  দারুল কুরআন মাদানিয়া মাদ্রাসা,মাওলানা মোঃ আব্দুল্লাহ আল মাহদী।  
খতিব ,মাস্টার বাড়ি জাহানাবাদ জামে মসজিদ মুফতি মাওলানা মইনুদ্দিন ,
রুদ্রপাড়া দারুল  কোরআন মাদানিয়া মাদ্রাসার শিক্ষক মাওলানা জুবায়ের
 উক্ত মাহফিলে উপস্থিত ছিলেন ,মাদ্রাসা পরিচালনা পরিষদের  সহ-সভাপতি হাজী  আব্দুল জলিল ,মাওলানা সাজ্জাদ হোসেন ,মহম্মদ জয়নাল শিকদার ,কোষাধক্ষ্য শেখ মহিউদ্দিন ,রতন শেখ ,বিভিন্ন মাদ্রাসার আমন্ত্রিত মেহমান সহ  স্থানীয় মুসল্লী ।
 উক্ত মাদ্রাসার শিক্ষার্থী মোঃ শাহিন ,মিনহাজুল ইসলাম ,মোহাম্মদ আব্দুল্লাহ ,তাজুল ইসলাম ,আব্দুল হান্নান ,মোহাম্মদ আজহার ,মোহাম্মদ মোহাম্মদ আলী ,মোহাম্মদ বোরহান ,মোহাম্মদ আবদুল আহাদ ,মোহাম্মদ কাইয়ুম ,হাবিবুর রহমান ,,হালিমা আক্তার ,আব্দুর রহমান ,মরিয়ম ,মোহাম্মদ ইউসুফ ,মোহাম্মদ সালমান ,মোঃ আবু বকর ,সুফিয়া আক্তার ,আমির হামজা পবিত্র কোরআন তেলাওয়াত , হামদ ,নাত ও ইসলামী সংগীত পরিবেশন করা করে ।
ওয়াজ ওমোনাজাত শেষে উপস্থিত সকল মুসল্লিদের মাঝে তবারক বিতরণ করা হয়।

উক্ত মাদ্রাসার ব্যবস্থাপনা পর্ষদের কোষাধক্ষ্য মোঃ মহিউদ্দিন রবিন জানান ,এবছর ওয়াজ মাহফিলে ব্যবস্থাপনা পর্ষদের কার্যকরী পর্ষদের সকল সদস্য  সহ প্রবাসী ও স্থানীয় মুসল্লিদের হতে মাদ্রাসার উন্নয়ন ওআবাসিক ছাত্র-ছাত্রীদের জন্য অনুদান পাওয়া গেছে৩২ লক্ষ টাকা ও
৫০ কেজি ওজনের দুই শত বস্তা চাউল ।