লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের আয়োজনে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে আলোচনা সভা এবং জব ফেয়ার ২০২৫ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলার সম্মানিত পুলিশ সুপার মোঃ আবু তারেক। অনুষ্ঠানে বক্তারা প্রবাসী ও দক্ষ জনশক্তির ভূমিকা নিয়ে আলোচনা করেন এবং দেশের উন্নয়নে প্রবাসী ও রেমিট্যান্সের অবদান সম্পর্কে গুরুত্বারোপ করেন।
আলোচনা সভায় অংশগ্রহণকারীরা প্রবাসী কর্মসংস্থান, দক্ষতা উন্নয়ন এবং চাকরির সুযোগ প্রসঙ্গে অভিজ্ঞতা বিনিময় করেন। জব ফেয়ার-এ বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠান অংশগ্রহণ করে কর্মসংস্থানের সুযোগ প্রদানের জন্য স্টল স্থাপন করে।
প্রধান বক্তারা জানান, দক্ষ প্রবাসী শ্রমিকরা দেশীয় অর্থনীতি ও উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম। দেশপ্রেম ও কর্মদক্ষতা নিয়ে দেশের সেবা করার মাধ্যমে প্রবাসীরা নিজ দেশের অর্থনৈতিক সমৃদ্ধিতে সহায়তা করতে পারেন।