অর্থনীতি

ফরিদপুরে নতুন পৌর সুপার মার্কেট উদ্বোধন: ব্যবসা প্রসার ও কর্মসংস্থানের আশা

ফরিদপুরে নতুন পৌর সুপার মার্কেট উদ্বোধন: ব্যবসা প্রসার ও কর্মসংস্থানের আশা

এরফান আলী, ফরিলদপুর : ফরিদপুরে বৃহস্পতিবার নতুন পৌর সুপার মার্কেট উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন করেন ঢাকা বিভাগীয় কমিশনার জনাব শরিফ উদ্দিন আহমেদ চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জনাব কামরুল হাসান মোল্লা, পৌরসভার প্রসাশক মোঃ সোহরাব হোসেনসহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ।

উদ্বোধন অনুষ্ঠানে বক্তারা জানান, এই নতুন সুপার মার্কেট ফরিদপুরে ব্যবসা-বাণিজ্যের বিস্তার ঘটাবে এবং অনেক মানুষের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে। মার্কেটটি শহরের অর্থনৈতিক কার্যক্রমে নতুন প্রাণদায়ক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।