কবির নেওয়াজ রাজ : অপরের সফলতা ও অর্জনকে যারা হিংসা চোখে দেখে, তারা কখনোই প্রকৃত ব্যক্তিত্ববান হতে পারে না। হিংসুক ব্যক্তি সবসময় অন্যের তুলনায় নিজের ভালো হওয়ার চেষ্টা করে এবং এতে তার হৃদয় অস্থির ও অন্তর কালিমাপূর্ণ থাকে। সমাজের অন্যান্য সম্মানিত ব্যক্তি ও বন্ধুদের কাছে হিংসুকের অবস্থান অগ্রহণযোগ্য।
শেখানো হচ্ছে, সত্যিকারের মানুষ হলো যে অন্যের কৃতিত্বকে স্বীকৃতি দিতে জানে, বড়দের শ্রদ্ধা করে, ছোটদের স্নেহ ও ভালোবাসা দেয়। হিংসা ও বিদ্বেষ হৃদয়কে ধ্বংস করে এবং কর্মকে অন্যায়মুক্ত হতে দেয় না। মহান নবী (সা:) বলেছেন, অন্যের প্রতি মন্দ ধারণা ও বিদ্বেষ থেকে বিরত থাকতে হবে।
লেখক অনুরোধ করেন, নিজের অন্তরে উদারতা বজায় রাখুন, হিংসা ও বিদ্বেষকে ঝরে যেতে দিন, এবং সৎ ও সত্যিকারের বন্ধুত্ব ও সম্পর্ক গড়ে তুলুন। অপরের অর্জনকে প্রশংসা করতে পারলেই একজন প্রকৃত ব্যক্তিত্ববান হয়ে ওঠে।