জাতীয়

ফরিদপুরের কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপার মহোদয়ের মতবিনিময় সভা।

ফরিদপুরের কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপার মহোদয়ের মতবিনিময় সভা।


ডেস্ক নিউজ : বুধবার সকাল ১০.০০ ঘটিকায় পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে ফরিদপুরে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপার মহোদয়ের মতবিনিময় সভার আয়োজন করা হয়। এই মতবিনিময় সভার সভাপতিত্ব করেন জনাব মো: নজরুল ইসলাম, পিপিএম, পুলিশ সুপার, ফরিদপুর। 
এ সময় তিনি বলেন- 'শাসক হতে চাই না, সেবক হতে চাই। আমার দায়িত্ব পালনে ফরিদপুরের গণমাধ্যমকর্মীদের সহযোগিতার প্রয়োজন।  তিনি আরও বলেন- 'মাদক, সাইবার অপরাধ ও অনলাইন জুয়া এবং চাঁদাবাজীদের সাথে কোন আপোষ নয়। আমি চেষ্টা করব আমার দায়িত্ব শতভাগ পালন করার। 
এসময় উপস্থিত ছিলেন জনাব মোঃ শামছুল আজম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), ফরিদপুর ও জনাব মোঃ রায়হান গফুর, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), ফরিদপুর এবং জনাব আজমীর হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, ফরিদপুরসহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ।