বিশ্ব খবর

বড়দিনের সেজে উঠেছে বিভিন্ন চার্চ ও  রাস্তাঘাট - অন্যদিকে শীতের মার্কেট জমজমাট।

বড়দিনের সেজে উঠেছে বিভিন্ন চার্চ ও  রাস্তাঘাট - অন্যদিকে শীতের মার্কেট জমজমাট।

সমরেশ রায়, কলকাতা (পশ্চিমবঙ্গ) : হাতে গোনা মাত্র আর মাঝে  একটা দিন, তারপরেই মেতে উঠবে, খ্রীষ্টান ধর্মের মানুষ থেকে শুরু করে অন্যান্য ধর্মাবলম্বী মানুষেরা বড়দিনে, চার্চে ভিড় জমাবে বিভিন্ন জেলা থেকে আগত দর্শনার্থীরা, আর চার্চে সকাল থেকেই শুরু হয়ে যাবে খ্রিস্ট ধর্মী মানুষদের প্রার্থনা অনুষ্ঠান, 

তাই বিভিন্ন চার্চে সেজে উঠেছে একদিকে যেমন আলোর রসনায় অন্যদিকে সাধারণ মানুষের ঢল, 
মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই উদ্বোধন করে চলে গিয়েছেন এলেন পার্কে, যেখানে মানুষের ঢল উপচে পড়ে, আর উদ্বোধন হতে না হতেই শুরু হয়ে গেছে রাস্তায় মানুষের ঢল , সাধারণ মানুষের শেলফী তোলা থেকে শুরু করে, প্রশাসনের ব্যস্ততা, এমন কি শুরু হয়ে গেছে পার্কের মধ্যে অনুষ্ঠান,২৫শে ডিসেম্বর চার্চে  চার্চে ভীর জমাবে ভোর থেকে দর্শনার্থীরা ছেলে মেয়েদের নিয়ে, চার্জ নয়  বড়দিন কে ঘিরে জমে উঠবে চিড়িয়াখানা ,জাদুঘর, ইকোপার্ক সাইনসিটি,  ভিক্টোরিয়া থেকে শুরু করে দক্ষিণেশ্বর ,কালীঘাট প্রভৃতি দর্শনীয় স্থানে। এবং ২৫ তারিখের ভোর থেকেই প্রশাসনের  তৎপরতা দেখা যায়, দর্শনার্থীদের  সামলাতে হিমশিম খেয়ে যেতে।

অন্যদিকে জমে উঠেছে শীতের মার্কেট ও বড়দিনের কেক সপ গুলি। সকাল থেকেই বেরিয়ে পড়েছেন সব ধর্মের মানুষ, শীতের বাজার ও বড়দিনের উপহার কিনতে। একদিকে যেমন বড়দিন মানে খ্রিস্টীয় ধর্মাবলম্বী মানুষের বড় অনুষ্ঠান, তেমনি বাঙ্গালীদের কেক খাওয়ার দিন। তাই মার্কেটে মার্কেটে ভিড় জমিয়েছে চোখে পড়ার মতো, বিক্রেতারা পসরা সাজিয়ে বসে আছেন শান্তা ও বিভিন্ন বড়দিনের সামগ্রী নিয়ে, ক্রেতাতারাও ভিড় জমাচ্ছেন দোকানগুলিতে, কিন্তু সব জিনিসের দাম প্রতিবছর বেড়েই চলেছে,যাহার ফলে সারধ্যের মধ্যেই সবকিছু শেষ করতে হয়। প্রত্যেকের যার যতটুকু সামর্থ্য, এইরকমই চিত্র দেখা গেল, শ্যামবাজার , নিউ মার্কেট , লেক মার্কেট ,গড়িয়াহাট, বেহালা মার্কেট খিদিরপুর মার্কেটসহ অন্যান্য মার্কেট গুলিতে।