নিজস্ব প্রতিনিধি : নগরীর স্কুল শিক্ষার্থীদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) “নিরাপদে রাস্তা ব্যবহারের নিয়ম-কানুন” বিষয়ে বিশেষ অবহিতকরণ কর্মসূচি হাতে নিয়েছে। কেএমপি’র ট্রাফিক টিম বিভিন্ন স্কুল ও মাদ্রাসায় উপস্থিত হয়ে শিক্ষার্থীদের জন্য নির্মিত রোড সেফটি ভিডিও প্রদর্শন করছে।
এই ভিডিওটিতে বাড়ি থেকে বের হয়ে স্কুলে পৌঁছানো থেকে শুরু করে আবার নিরাপদে বাড়ি ফেরার প্রতিটি ধাপে শিক্ষার্থীরা কিভাবে নিজেদের নিরাপদ রাখতে পারে সে বিষয়ে প্রয়োজনীয় টিপস তুলে ধরা হয়েছে।
কর্মসূচিতে শিক্ষার্থীদের সামনে সড়ক দুর্ঘটনা এড়ানোর উপায়, সঠিকভাবে রাস্তা পারাপারের নিয়ম, যানবাহনে ওঠা-নামার সতর্কতা, ফুটপাত না থাকলে রাস্তার কোন পাশে কিভাবে হাঁটতে হয়—এসব জীবনরক্ষাকারী নির্দেশনা তুলে ধরা হয়।
সড়ক নিরাপত্তার পাশাপাশি কেএমপি টিম মানব পাচারের ঝুঁকি, মাদকাসক্তির ভয়াবহতা, বাল্যবিবাহের কুফল ও মোবাইল আসক্তি থেকে দূরে থাকার বিষয়ে মোটিভেশনাল বক্তব্য প্রদান করে শিক্ষার্থীদের সচেতন করে তুলছে।
হাবিব লাইলী মাদ্রাসায় কর্মসূচিটির নেতৃত্ব দেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক অ্যান্ড প্রটোকল) মুহাম্মদ শাহনেওয়াজ খালেদ, পিপিএম-সেবা। অন্যদিকে খুলনা আলিয়া কামিল মাদ্রাসায় নেতৃত্ব দেন ডেপুটি পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব শফিকুল ইসলাম।
কেএমপি মনে করছে, নিয়মিত এমন শিক্ষামূলক কার্যক্রম শিক্ষার্থীদের নিরাপত্তা জ্ঞান বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।