শিক্ষা

তারাগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে গ্লোরিয়াস স্কুল এন্ড কলেজের প্রথম বর্ষপূর্তি উদযাপন।

তারাগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে গ্লোরিয়াস স্কুল এন্ড কলেজের প্রথম বর্ষপূর্তি উদযাপন।

জুয়েল আহমেদ, তারাগঞ্জ (রংপুর) : রংপুরের তারাগঞ্জ উপজেলার ডাংগীর হাটে অবস্থিত গ্লোরিয়াস স্কুল এন্ড কলেজ-এর প্রথম বর্ষপূর্তি উপলক্ষ্যে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিদ্যালয় প্রাঙ্গণে জাঁকজমকপূর্ণ এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রধান অতিথিদের বক্তব্য

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তারাগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মেহেদী হাসান শিপু। তিনি তার বক্তব্যে বলেন, "একটি সমৃদ্ধ জাতি গঠনে মানসম্মত শিক্ষার কোনো বিকল্প নেই। গ্লোরিয়াস স্কুল এন্ড কলেজ এই অল্প সময়ে শিক্ষার মান বজায় রেখে এলাকায় যে সুনাম অর্জন করেছে, তা প্রশংসনীয়।

উপস্থিত ছিলেন তারাগঞ্জ উপজেলা ছাত্রদলের আহবায়ক সদস্য মেজবাহুল হাসান। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাড়িয়ারকুঠি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বাবুল। তিনি শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে আরও মনোযোগী হওয়ার আহ্বান জানান।

সভাপতিত্ব ও অন্যান্য

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গ্লোরিয়াস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ কাদের আজম লিটন। সভাপতির বক্তব্যে তিনি প্রতিষ্ঠানের গত এক বছরের সাফল্য তুলে ধরেন এবং আগামীতে এই প্রতিষ্ঠানটিকে উপজেলার অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠে রূপান্তর করার অঙ্গীকার ব্যক্ত করেন।

সাংস্কৃতিক অনুষ্ঠান

আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এতে বিদ্যালয়ের শিক্ষার্থীরা গান, কবিতা আবৃত্তি এবং নৃত্য পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করে। বর্ষপূর্তি উপলক্ষ্যে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা এবং বিপুল সংখ্যক অভিভাবক উপস্থিত ছিলেন।