সারাদেশ

বটিয়াঘাটার জলমা আশীর্বাদ এজি স্কুল এন্ড হোপ সেন্টারে "বড়দিন" উদযাপন

বটিয়াঘাটার জলমা আশীর্বাদ এজি স্কুল এন্ড হোপ সেন্টারে "বড়দিন" উদযাপন

রিপন রায়, বটিয়াঘাটা (খুলনা) : বটিয়াঘাটা উপজেলার জলমা আশীর্বাদ এজি স্কুল এন্ড হোপ সেন্টার'র আয়োজনে ২৫ ডিসেম্বর "বড়দিন" নানা বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে গতকাল বৃহস্পতিবার সকাল ১১ টায় বাংলাদেশ অ্যাসেম্বলিজ অফ গড চার্চ'র সিনিয়র ভাইস-চেয়ারম্যান রেভাঃ যোনাথন এল, মুন্সীর সভাপতিত্বে স্থানীয় এজি চার্চে অনুষ্ঠিত হয় । অনুষ্ঠান মালার মধ্যে ছিল, গড পুত্র যিশুর জন্মদিনের কেক কাটা, সাংস্কৃতিক অনুষ্ঠান,প্রীতিভোজ এবং ২৪ ডিসেম্বর রাতে গ্ৰামে গ্ৰামে নগরকীর্তন ইত্যাদি।

জলমা আশীর্বাদ এজি স্কুল এন্ড হোপ সেন্টার'র স্থানীয় ভারপ্রাপ্ত কর্মকর্তা রেভাঃ প্রবীর মন্ডল'র সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ, জলমা ইউনিয়ন পরিষদ'র সংরক্ষিত আসন'র ইউপি সদস্য তপতী রাণী বিশ্বাস, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য যথাক্রমে লিংকন হালদার সুবাস,জন দীলিপ সরকার, কৈয়া এজি চার্চের পালক প্যাট্রিক এম সরকার,বিএজিসি পশ্চিম বিভাগ'র ভাইস-চেয়ারম্যান রেভাঃ সুভাষ রায়, দানিয়েল বৈদ্য, শিক্ষক যথাক্রমে প্রধান শিক্ষক পলাশ মোল্লা, সহকারী শিক্ষক সমারেশ বরকন্দাজ ,রানা জয়ধর,সিসিলিয়া মন্ডল,অনুভা রায়, সন্ধ্যা রাণী বিশ্বাস সহ ছাত্রছাত্রী ও অভিভাবকবৃন্দ।

এসময় গীর্জায় প্রায় দেড় শতাধিক ব্যক্তিকে হোপ সেন্টার'র ভারপ্রাপ্ত পরিচালক রেভাঃ প্রবীর মন্ডল বড়দিনের শুভেচ্ছা বিনিময় করেন, পাশাপাশি বিশ্বশান্তি ও মানবতার কল্যাণে ঈশ্বরের নিকট প্রার্থনা করেন ।

 অপরদিকে বটিয়াঘাটা উপজেলার জলমা ইউনিয়নের মল্লিকের মোড় লুদের রাণী মা মরিয়ম গীর্জা উপজেলার বিভিন্ন স্থানে খ্রীষ্টান ধর্মাবলম্বীদের বড়দিন নানা বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে ।