শিক্ষা

সুবিপ্রবির প্রথম বিশ্ববিদ্যালয় দিবস–২০২৫ বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত

সুবিপ্রবির প্রথম বিশ্ববিদ্যালয় দিবস–২০২৫ বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত

মান্নার মিয়া : সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (সুবিপ্রবি) প্রথমবারের মতো উদযাপন করেছে তাদের “বিশ্ববিদ্যালয় দিবস–২০২৫”। সোমবার (৩ নভেম্বর) সকাল ১১টায় শান্তিগঞ্জ উপজেলা ঝিলমিল অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই দিবস বর্ণাঢ্য আয়োজন, প্রাণবন্ত উপস্থিতি ও উৎসবমুখর পরিবেশে পালিত হয়।
অনুষ্ঠানটি নাঈমের পবিত্র কোরআন তেলাওয়াত ও পঙ্কজ চক্রবর্তীর গীতা পাঠের মধ্য দিয়ে শুরু হয়। এরপর জাতীয় সংগীত পরিবেশনের পর কেক কাটার  মাধ্যমে আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুবিপ্রবির উপাচার্য ও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের  (খণ্ডকালীন) সদস্য অধ্যাপক ড. মোঃ নিজাম উদ্দিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শান্তা রানী সাহা ও সাইদুর রহমান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. এম. সারওয়ারউদ্দিন চৌধুরী। তিনি বলেন,সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা হাওরাঞ্চলের মানুষকে উচ্চশিক্ষার নতুন দিগন্তে নিয়ে যাবে। শিক্ষা, গবেষণা ও প্রযুক্তির সমন্বয়ে এই বিশ্ববিদ্যালয় সুনামগঞ্জের অর্থনৈতিক ও মানবসম্পদ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সুবিপ্রবির এই সূচনা ভবিষ্যতের জ্ঞানভিত্তিক সমাজ গঠনে দৃষ্টান্ত স্থাপন করবে।”
সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন,
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ,
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আলিমুল ইসলাম,
সিলেট বিভাগীয় কমিশনার খান মোঃ রেজা-উন-নবী,
সুবিপ্রবির ডিন অধ্যাপক ড. হারুন-অর-রশিদ,
সুনামগঞ্জ জেলা প্রশাসক ড. মোঃ ইলিয়াছ মিয়া,
জেলা পুলিশ সুপার তোফায়েল আহমদ,
প্রকৌশলী রেজিস্ট্রার সাফ উদ্দিন,সোনালী ব্যাংকের ডিজিএস হিমাংশু আচার্য,
এবং সুবিপ্রবির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের রাহাত আজিজ।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহা,
সুবিপ্রবির সিন্ডিকেট সদস্য ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোঃ আনছার উদ্দিন,
এবং উপজেলা জমিয়তে উলামায়ে ইসলামের নির্বাহী সভাপতি মাওলানা খলিলুর রহমান।
শিক্ষার্থীদের পক্ষ থেকে অনুভূতি প্রকাশ করেন:
রসায়ন বিভাগের সোহানুর রহমান সোহান,
গণিত বিভাগের গোলাম মওলা,
পদার্থবিজ্ঞান বিভাগের তাকবিল এইচ. এস. চৌধুরী।
সুবিপ্রবির সহকারী অধ্যাপক ড. মোবারক হোসেন প্রজেক্টরের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের বর্তমান কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা ও উন্নয়ন সম্ভাবনার চিত্র তুলে ধরেন।
দিনব্যাপী আয়োজনের মধ্যে আলোচনা সভা, সাংস্কৃতিক পরিবেশনা এবং শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ ছিল। শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্যরা একত্র হয়ে বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রার স্বপ্ন এবং ভবিষ্যৎ পরিকল্পনার প্রতি একক মঞ্চে প্রতিশ্রুতি ব্যক্ত করেন। উচ্ছ্বাসপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শেষ হয় সুবিপ্রবির প্রথম বিশ্ববিদ্যালয় দিবস–২০২৫।