আইন ও বিচার

সাবেক প্রধান নির্বাচন কমিশনার হাবিবুল আউয়াল গ্রেপ্তার

সাবেক প্রধান নির্বাচন কমিশনার হাবিবুল আউয়াল গ্রেপ্তার

 

 


এবার দ্বাদশ সংসদ নির্বাচনে ইসির নেতৃত্ব দেওয়া সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) হাবিবুল আউয়ালকে গ্রেপ্তার করা হয়েছে।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ বুধবার দুপুরে রাজধানীর মগবাজার থেকে হাবিবুল আউয়ালকে গ্রেপ্তার করে বলে ডিএমপির জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান।

সাবেক প্রধান নির্বাচন কমিশনার নূরুল হুদাকে গ্রেপ্তারের তিন দিনের মাথায় গ্রেপ্তার হলেন হাবিবুল আউয়াল।‘জনগণের ভোট ছাড়া’ নির্বাচন সম্পন্ন করার অভিযোগে বিএনপির মামলায় তিনিও আসামি।