জাতীয়

শান্তিগঞ্জে সংঘর্ষের ঘটনায় প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

শান্তিগঞ্জে সংঘর্ষের ঘটনায় প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

মান্নার  মিয়া, সুনামগঞ্জ : সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের দামোধরতপী গ্রামে রাতের আঁধারে দু-পক্ষের  সংঘর্ষের ঘটনায় প্রকাশিত সংবাদে   প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভোক্তভোগী পরিবার।

বৃহস্পতিবার বিকাল ৩ টায় শান্তিগঞ্জ প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন করেন পূর্ব পাগলা ইউনিয়নের দামোধরতপী গ্রামের মৃত সিকন্দর আলীর ছেলে তারা মিয়া।

সংবাদ সম্মেলনে শান্তিগঞ্জ প্রেসক্লাবে কর্মরত সাংবাদিকদের উপস্থিতিতে লিখিত বক্তব্যে তারা মিয়া বলেন, আমি নিরীহ মানুষ আমাদের একই গ্রামের মৃত বাদশা মিয়ার ছেলে ইজাদ মিয়া, সজ্জাদ মিয়া, আহমদ উল্লাহর ছেলে ফজর আলী গংদের সাথে জমি সংক্রান্ত বিষয় নিয়া বিরোধ চলিয়া আসিতেছে। এরই জের ধরিয়া বিগত ৬ ডিসেম্ভর রাতের আধারে ইজাদ মিয়া গংরা আমি সহ আমার পরিবারের লোকজনের উপর দেশীয় অস্ত্রসস্ত্র হাতে নিয়া আমার বাড়ীতে হামলা চালিয়ে আমি সহ আমার আত্তিয় স্বজনকে গুরুতর আহত করে।

কিন্তু দু একটি অনলাইন পত্রিকা ও টিভিতে খালেদা জিয়া মৃত্যু হয়েছে আমি বলেছি এই কথাকে কেন্দ্র করিয়া মারামারি হয়েছে বলে ভুল সংবাদ প্রচার করা হয়েছে। আমি এই ধরনের কথা বলিনি বা এই ধরনের বিষয় নিয়ে সংঘর্ষ ঘটেনি।

 

আসল ঘটনা হল বাড়ীর জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষ ঘটিয়েছে প্রতিপক্ষের লোকজন। সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, বর্তমানে প্রতিপক্ষের লোকজন আমি সহ আমার পরিবারের লোকজনের উপর মিথ্যা মামলা দায়ের করেছে। তাদের ভয়ে ভয়ে আমি ও আমার আত্মীয়  স্বজন এবং কলেজ পড়ুয়া ছেলে বাড়ীতে যাইতে পারছি না। বাড়ীতে শুধু আমার স্ত্রী রয়েছে। যেকোন সময় প্রতিপক্ষ আমার বাড়ীতে লুটপাট করতে পারে। তিনি আরও বলেন ঘটনার তারিখে আমার স্ত্রী বাদী হয়ে শান্তিগঞ্জ থানায় প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। সঠিক তদন্তের মাধ্যমে ন্যায়বিার প্রতিষ্ঠা করার জন্য আইনশৃংখলা বাহিনীর সুদৃষ্টি কামনা করেন তিনি।