অদ্য ০৭ জুলাই ২০২৫ খ্রিঃ তারিখে জেলা পুলিশ, সাতক্ষীরার আয়োজনে পুলিশ লাইন্স ড্রিলসেডে নতুন যোগদানকৃত ২৮ জন পুলিশ কনস্টেবলদের ব্যবহারিক/ওরিয়েন্টেশন প্রশিক্ষণ আনুষ্ঠানিক ভাবে শুভ উদ্বোধন করা হয়। উক্ত প্রশিক্ষণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা পুলিশের অভিভাবক সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মনিরুল ইসলাম মহোদয়।
অনুষ্ঠানের শুরুতে পুলিশ সুপার মহোদয় নবনিযুক্ত পুলিশ সদস্যদের ফুল দিয়ে স্নেহভরে বরণ করে নেন এবং তাদের স্বপ্নের পেশাজীবনের প্রথম অধ্যায়ের জন্য আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
পুলিশ সুপার মহোদয় সকল নবীন পুলিশ সদস্যদের উদ্দেশ্যে বলেন—“তোমরা বাংলাদেশ পুলিশের সবচেয়ে নবীন সদস্য। হাজার হাজার প্রার্থীর মধ্য থেকে বাছাই হয়ে আসা তোমাদের দক্ষতা ও যোগ্যতার প্রমাণ। বেসিক ট্রেনিং সম্পন্ন করে আজ বাস্তব প্রশিক্ষণের নতুন অধ্যায় শুরু হলো। এই ওরিয়েন্টেশন কোর্সের মাধ্যমে পুলিশের দায়িত্ব ও কর্তব্যের বাস্তব প্রশিক্ষণ দেওয়া হবে। এই মহান পেশার মর্যাদা ও শৃঙ্খলা অক্ষুণ্ণ রাখতে হবে সর্বদা। পুলিশ একটি ডিসিপ্লিন বাহিনী। তাই প্রতিটি পুলিশ সদস্যকে ডিসিপ্লিন মেনে কর্তৃপক্ষের বৈধ আদেশ যথাযথভাবে পালন করতে হবে। নবাগত পুলিশ সদস্যদের উদ্দেশ্যে আরও বলেন-সৎ ও নিষ্ঠাবান হয়ে দেশ ও মানুষের কল্যাণে কাজ করতে হবে।
এই ব্যবহারিক প্রশিক্ষণ পর্বে সেবা প্রত্যাশী ও জনসাধারণের সাথে পেশাগত আচরণ,অস্ত্রচালনা,
আত্মনিয়ন্ত্রণ, আইন ও বিধিবিধান, কায়িক প্রশিক্ষণ, মানবাধিকার, জনসেবামূলক আচরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ের উপর প্রশিক্ষণ প্রদান করা হবে।
এসময় আরও উপস্থিত ছিলেন জনাব মোঃ মুকিত হাসান খাঁন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), জনাব শেখ ইমরান হোসেন, বিপিএম, পিপিএম,অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অপস্), জনাব মিথুন সরকার,অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি),জনাব মোঃ আনোয়ারুল কবীর,সহকারী পুলিশ সুপার(শিক্ষানবিশ),জনাব মোঃ শফিকুল ইসলাম,সহকারী পুলিশ সুপার(শিক্ষানবিশ),জনাব মোস্তফা কামাল, আরআই,পুলিশ লাইন্স,জনাব মোঃ মিরাজুল ইসলাম,আরও-০১,রিজার্ভ অফিস, সাতক্ষীরা সহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ।