শিক্ষা

সুরমা উচ্চ বিদ্যালয় ও কলেজে গভর্নিং বডি নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন

সুরমা উচ্চ বিদ্যালয় ও কলেজে গভর্নিং বডি নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন

মান্নার মিয়া : সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া সুরমা উচ্চ বিদ্যালয় ও কলেজের গভর্নিং বডি নির্বাচন-২০২৫ উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে কলেজ ও স্কুল শাখায় মোট সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। মোট ভোটার ছিলেন ৯৯১ জন।
কলেজ শাখায় তিনজন প্রার্থী অংশগ্রহণ করেন। এর মধ্যে মোঃ মুশাহিদ মিয়া ৮০ ভোট এবং সাইদুর রহমান ৬৭ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁদের নিকটতম প্রতিদ্বন্দ্বী হারুন রশীদ ৬৩ ভোট পান।
অন্যদিকে স্কুল শাখায় চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এতে মোঃ হামিদুর রহমান ১৯৫ ভোট এবং মোঃ আক্কাস মিয়া ১৬৯ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁদের নিকটতম প্রার্থী জিয়াউর রহমান পান ১৩৩ ভোট এবং মোঃ আক্তার হোসেন পান ৬৫ ভোট।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য আফিয়া বেগম, শিক্ষক প্রতিনিধি (স্কুল শাখা) মফজ্জুল হোসেন, শিক্ষক প্রতিনিধি (কলেজ শাখা) সিদ্দিকুর রহমান, সংরক্ষিত মহিলা শিক্ষক প্রতিনিধি পারভিন আক্তার এবং দাতা সদস্য আব্দুল মমীন।
নির্বাচনে রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করেন শান্তিগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা তাসলিমা আক্তার লিমা। তিনি বলেন, “পুরো নির্বাচন প্রক্রিয়াটি অত্যন্ত সুন্দর, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন হয়েছে। ভোটারদের উপস্থিতি ছিল সন্তোষজনক এবং কোথাও কোনো অনিয়মের অভিযোগ পাওয়া যায়নি। শিক্ষক, অভিভাবক ও প্রশাসনের সহযোগিতায় নির্বাচনটি এক শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করতে পেরেছি।”
প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা  একাডেমিক সুপারভাইজার  নুরে আলম সিদ্দিকি,যুব উন্নয়ন কর্মকর্তা সন্ধীপ বিশ্বাস,পোলিং  অফিসার হিসাবে দায়িত্ব পালন করেন,হিল্লুল পুরকাস্ত ও নাহিদ ইসলাম।
ভোটগ্রহণ চলাকালীন পুরো ক্যাম্পাসে ছিল উৎসবমুখর পরিবেশ। শিক্ষক, অভিভাবক ও ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে নির্বাচনটি পরিণত হয় এক অনন্য গণতান্ত্রিক উৎসবে।