সমরেশ রায়, কলকাতা (পশ্চিমবঙ্গ) : বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে, বাংলাদেশের হিন্দুদের উপর নির্মম অত্যাচার এবং পুড়িয়ে মারার প্রতিবাদে, কয়েকশো সনাতনী সন্ন্যাসী ও সকল সম্প্রদায়ের মানুষদের নিয়ে , নিজাম প্যালেস থেকে মিছিল করে কলকাতা বাংলাদেশের হাইকমিশন অভিযান করেন এবং ইউনূসের কুশপুতুল দাহ করেন।
মিছিলে তাদের একটাই দাবি অবিলম্বে দিপু হত্যার দোষীদের শাস্তি দিতে হবে এবং হিন্দু সংখ্যালঘুদের উপর অত্যাচার বন্ধ করতে হবে তার সাথে সাথে , ইউনুসকে বিদায় নিতে হবে, কয়েকশো সনাতনী হিন্দু ধর্মালম্বলম্বী সন্ন্যাসী, শঙ্খ ভেপু বাজিয়ে, প্রতিবাদের ঝড় তুলেন। শুধু তাই নয়, ইউনূসের ছবিতে জুতার মালা পরিয়ে, মধ্য দিয়ে নাচাতে নাচাতে আনেন, এবং বাংলাদেশ উপ-হাইকমিশনের কাছাকাছি আসলে, সকলে জুতো খুলে তার মুখে মারতে থাকেন, এখানে ঠাই নাই, কিছুক্ষণ পর ইউনূসের পুতুল সহ বিভিন্ন পোস্টার পুড়িয়ে দেন, বাংলাদেশী দালাল দুর হটো, এবং উপ হাই কমিশনের উদ্দেশ্যে, তারা বলতে থাকেন অবিলম্বে যদি হিন্দু ও সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের উপর অত্যাচার বন্ধ না হয়, এবং দিপুকে যারা পুড়িয়ে মেরেছে তাদের শাস্তি না হয়, এই আন্দোলন চলতে থাকবে, এবং আমরা বৃহত্তর থেকে বৃহত্তর আন্দোলনের পথে যাব, প্রশাসন আমাদের রুখে রাখতে পারবে না, তাই উপ হাই কমিশনের উদ্দেশ্যে একটি বার্তায় দিতে চাই, অবিলম্বে ব্যবস্থা নিন,
আজ বিভিন্ন দলের হাইকমিশন অভিযানের জন্য, বেগবাগান মোড় থেকে, আইকমিশন দূতাবাস পর্যন্ত, ব্যারিকেড পুলিশ প্রটেকশন দিয়ে আটকে দেন, মিছিল নিজাম প্যালেস থেকে এসে বিগ বাগান মোড়ে পুলিশের ব্যারিকেটে আটকে যান, কিন্তু দলের কর্মীরা, কোন রকম উচ্ছৃংখলভাবে ব্যারিকেট ভাঙার চেষ্টা করেননি , বিরোধী দলনেতার পরামর্শ মত, ব্যারিকেডের সামনে প্রতিবাদ জানিয়ে, ইউনূসের পুতুল দাহ করেন এবং বাংলাদেশকে হুঁশিয়ারী দেন। কোনো রকম ডেপুটেশন দিতে যাননি, শুধু হুঁশিয়ারী দিলেন, জানো আর একটিও হিন্দুদের উপর অত্যাচার না হয়। যেভাবে দিপু দাস পুড়িয়ে মারা হয়েছে ও রিপোর্টারের উপর হামলা করা হয়েছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই, জন্য বেছে বেছে হিন্দুদের উপর অত্যাচার করা হচ্ছে এর জবাব দিতেই হবে। ইউনুস তুমি দূর হটো, তোমার ঠাই নাই।