খেলাধুলা

পদুয়া জাদুকরী খেলায় ২–০ গোলে বড়হাতিয়াকে হারিয়ে ফাইনাল নিশ্চিত

পদুয়া জাদুকরী খেলায় ২–০ গোলে বড়হাতিয়াকে হারিয়ে ফাইনাল নিশ্চিত

মোঃ মিজান লোহাগাড়া, চট্টগ্রাম : রোমাঞ্চকর এক ফুটবল লড়াইয়ে বড়হাতিয়া ইউনিয়ন ফুটবল টিমকে  ২গোলে হারিয়ে দাপুটে জয় তুলে নিয়ে ফাইনাল নিশ্চিত  পদুয়া ইউনিয়ন ফুটবল টিম। খেলার শুরু থেকেই পদুয়া দল মাঠের নিয়ন্ত্রণ নেয় এবং আক্রমণভাগের ধারাবাহিক চাপ বড়হাতিয়ার ডিফেন্সকে বারবার বিপদে ফেলে।
ম্যাচের প্রথমার্ধেই ১গোলে এগিয়ে থাকে পদুয়া ইউনিয়ন ফুটবল টিম ।

দ্বিতীয়ার্ধে খেলা আরও গতি পায়। মাঠে মিলেছিল উত্তেজনা আর দর্শকদের তুমুল উৎসাহ।  

ম্যাচের শেষ মুহূর্তে উভয় দল মরিয়া হয়ে চেষ্টা চালালেও ব্যর্থ হয় বড়হাতিয়া ইউনিয়ন ।  খেলার শেষের আগ মহূর্তে বড়হাতিয়ার জালে ২য় গোল নিশ্চিত করেন পদুয়া ইউনিয়ন ফুটবল টিম। রেফারির শেষ বাঁশিতে পদুয়ার জয়ে ফাইনাল নিশ্চিত। 

ম্যাচ শেষে পদুয়া ইউনিয়ন এর  সমর্থকরা জানান, এ জয়ে তাদের আত্মবিশ্বাস আরও বেড়েছে। স্থানীয় ক্রীড়ামোদীরা বলেন, পদুয়ার ছন্দময় পাসিং, শৃঙ্খলিত খেলা ও শক্তিশালী রক্ষণই দলকে এই দারুণ জয় এনে দিয়েছে।