জাতীয়

কমিউনিকেশন ভলান্টিয়ার প্রশিক্ষণের শুভ উদ্বোধন

কমিউনিকেশন ভলান্টিয়ার প্রশিক্ষণের শুভ উদ্বোধন

ডেস্ক নিউজ : অ্যামেচার রেডিও অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এআরএবি)- এর সদস্যদের অংশগ্রহণে তিন দিনব্যাপী প্রশিক্ষণ আয়োজন করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। আজ সকাল ০৯:৩০ ঘটিকায় কোর্সের শুভ উদ্বোধন করা হয়। পরিচালক (প্রশিক্ষণ, পরিকল্পনা ও উন্নয়ন) এর পক্ষে উপসহকারী পরিচালক খন্দকার আব্দুল জলিল প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন। 
এর পূর্বে পরিচালক (প্রশিক্ষণ, পরিকল্পনা ও উন্নয়ন) লেফটেন্যান্ট কর্নেল এম এ আজাদ আনোয়ার, পিএসসি মহোদয় অংশগ্রহণকারীদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।
ভূমিকম্পসহ বিভিন্ন দুর্যোগে যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ে। বড় দুর্যোগে যাতে বেতার যোগাযোগ ব্যবস্থা ঠিক রেখে এআরএবি-র সদস্যরা ফায়ার সার্ভিসকে সহযোগিতা করতে পারেন সে উদ্দেশ্যকে বিবেচনা করে মহাপরিচালক মহোদয়ের নির্দেশনায় এ প্রশিক্ষণ আয়োজন করা হয়েছে। ভূমিকম্প ব্যবস্থাপনা, অগ্নিনির্বাপণ, উদ্ধার ও প্রাথমিক চিকিৎসা বিষয়ে তাদের প্রশিক্ষণ প্রদান করা হবে।
উদ্বোধনের সময় অন্য প্রশিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।