মোঃ শফিকুল ইসলাম।। সুনামগঞ্জ জেলার মধ্যনগর থানার এসআই/আসাদুল ইসলাম,এএসআই/মোঃমহিনুর সঙ্গীয় ফোর্স সহ মধ্যনগর থানার এলাকায় অভিযান পরিচালনা করিয়া মধ্যনগর উপজেলা ভবনের সামনে ব্রীজের নিকট হইতে অনুমান-৯০,০০০/-টাকা মূল্যের ০২ টি চোরাই গরু উদ্ধার করেন এবং চুরির ঘটনার সহিত আইনের সংঘাতে জড়িত শিশু- ১।মোঃ এনামুল মিয়া(১৭ বছর ৫মাস),২।মোঃআরাফাত হোসেন উরফে মুক্ত হাসান(১৭ বছর ৫ মাস)কে পুলিশ হেফাজতে নেন।পরবর্তীতে গরুর প্রকৃত মালিক ইসলাম উদ্দিন বাদী হইয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করিলে মধ্যনগর থানার মামলা নং-০২ তাং-১৫/০৫/২০২৫খ্রিঃ ধারা-৩৭৯ পেনাল কোড ১৮৬০ রুজু হয়। মামলার তদন্তকারী অফিসার এসআই/আসাদুল ইসলাম আইনের সহিত সংঘাতে জড়িত উক্ত ০২ জন শিশুকে পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ শিশু আদালত, সুনামগঞ্জ সোপর্দ করিয়াছেন। এ বিষয়ে জানতে চাইলেম ধ্যনগর থানা ইনচার্জ সজীব রহমান বলেন মামলার তদন্ত চলমান রয়েছে।।
আইন ও বিচার
মধ্যনগরে থানা পুলিশের অভিযানে ০২টি চোরাই গরু উদ্ধার চুরি ঘটনায় আইনের সহিত সংঘাতে জড়িত ০২ জন শিশুকে শিশু আদালতে সোপর্দ।