আইন ও বিচার

মধ্যনগরে থানা পুলিশের অভিযানে ০২টি চোরাই গরু উদ্ধার চুরি ঘটনায় আইনের সহিত সংঘাতে জড়িত ০২ জন শিশুকে শিশু আদালতে সোপর্দ।

মধ্যনগরে থানা পুলিশের অভিযানে ০২টি চোরাই গরু উদ্ধার চুরি ঘটনায় আইনের সহিত সংঘাতে জড়িত ০২ জন শিশুকে শিশু আদালতে সোপর্দ।
মোঃ শফিকুল ইসলাম।। সুনামগঞ্জ জেলার মধ্যনগর থানার এসআই/আসাদুল ইসলাম,এএসআই/মোঃমহিনুর সঙ্গীয় ফোর্স সহ মধ্যনগর থানার এলাকায় অভিযান পরিচালনা করিয়া মধ্যনগর উপজেলা ভবনের সামনে ব্রীজের নিকট হইতে অনুমান-৯০,০০০/-টাকা মূল্যের ০২ টি চোরাই গরু উদ্ধার করেন এবং চুরির ঘটনার সহিত আইনের সংঘাতে জড়িত শিশু- ১।মোঃ এনামুল মিয়া(১৭ বছর ৫মাস),২।মোঃআরাফাত হোসেন উরফে মুক্ত হাসান(১৭ বছর ৫ মাস)কে পুলিশ হেফাজতে নেন।পরবর্তীতে গরুর প্রকৃত মালিক ইসলাম উদ্দিন বাদী হইয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করিলে মধ্যনগর থানার মামলা নং-০২ তাং-১৫/০৫/২০২৫খ্রিঃ ধারা-৩৭৯ পেনাল কোড ১৮৬০ রুজু হয়। মামলার তদন্তকারী অফিসার এসআই/আসাদুল ইসলাম আইনের সহিত সংঘাতে জড়িত উক্ত ০২ জন শিশুকে পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ শিশু আদালত, সুনামগঞ্জ সোপর্দ করিয়াছেন। এ বিষয়ে জানতে চাইলেম ধ্যনগর থানা ইনচার্জ সজীব রহমান বলেন মামলার তদন্ত চলমান রয়েছে।।