সমরেশ রায়, কলকাতা (পশ্চিমবঙ্গ) : ২৫শে ডিসেম্বর বৃহস্পতিবার, পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের নেতৃত্বে, পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটির আহবানে, সোনিয়া গান্ধীজী ও ডক্টর মনমোহন সিংজির স্বপ্নের জনকল্যাণ মূলক প্রকল্প থেকে, মহাত্মা গান্ধীর নাম বাদ দেওয়ার প্রতিবাদে ২৪ শে ডিসেম্বর বুধবার, ঠিক দুপুর একটায়, কলকাতার প্যারাডাইস সিনেমা হলের সামনে থেকে প্রায় ৭০ থেকে ৮০জন কংগ্রেস কর্মী জমায়েত হয়ে প্রতিবাদ করতে করতে রাজভবন অভিযান করলেন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পুষ্পপুতুল পোড়ালেন।
মিছিলের প্রথম ভাগে ছিলেন রাজ্য কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকার এবং উপস্থিত ছিলেন আশুতোষ চ্যাটার্জি সহ অন্যান্যরা।
মিছিল যখন রাজভবনের কাছাকাছি এসে পৌঁছায় তার অনেক আগেই প্রশাসনের তরফ থেকে ব্যারিকেট করে দেওয়া হয় যাতে কোনভাবে রাজভবনের সামনে পৌঁছাতে না পারেন কংগ্রেস কর্মীরা।, কিন্তু কংগ্রেস কর্মীরা ব্যারিকেডের সামনে গিয়ে ব্যারিকেট ভাঙার চেষ্টা করেন এবং স্লোগান দিতে থাকেন, ততক্ষণে ব্যারি কেটে দেয়া থাকলেও অন্য দিক থেকে আসা একটি কংগ্রেসের মিছিল প্রশাসনের অজান্তে রাজভ্রমণের গেটের সামনে পৌঁছে গিয়ে এবার দেখাতে থাকলে তাদেরকে গ্রেপ্তার করেন, শুরু হয়ে যায় দুই দিক থেকে ব্যারিকেট ভাঙার চেষ্টা, অনেকেই ব্যারিকেড টপকে যাওয়ার চেষ্টা করলেই তাদেরকে গ্রেফতার করা হয়, এমত অবস্থায় শুভঙ্কর সরকার ও আশুতোষ চ্যাটার্জি সহ কয়েকজন মিলে ব্যারিকেডের এক দিকটা জোর করে ভেঙে ফেলে ভেতরে ঢুকে যায়, সাথে সাথে পুলিশ প্রশাসন তাদেরকে গ্রেফতার করে গাড়িতে তুলে নেন,
অন্যদিকে যখন একের পর এক গ্রেফতার হতে থাকেন ঠিক সেই সময়ে, মোদির ছবি নিয়ে থাকা কংগ্রেস কর্মীরা, মোদির ছবিতে কেরোসিন দিয়ে আগুন ধরিয়ে দেন। শুধু তাই নয় মোদির গায়ে আগুন ধরানোর পর সেটিকে ব্যারিকেডের ভেতরে ছুড়ে দেন, তার সাথে সাথে স্লোগান, অবিলম্বে ১০০ দিনের প্রকল্প চালু করতে হবে, গান্ধীকে আমরা ভুলছি না ভুলবো না। কেন্দ্র সরকার বিভিন্ন নীতি চালু করে গরীবের উপর নিপীড়ন অত্যাচার শুরু করেছেন আমরা সেটা মেনে নেব না, তাই আমরা আজ রাজভবন অভিযান করলেও, আলাদাভাবে সরাসরি রাজ্যপালের শহীদ বসতে চাই।
পুলিশ প্রশাসন সভাপতি কে নিয়ে যাওয়ার পরেও চলতে থাকে ব্যারিকেডের সামনে জমায়েত হওয়া আন্দোলন। তারা দীর্ঘক্ষণ প্রতিবাদ ও ঠেলাঠেলি করলে, কিছুক্ষণ বাদে অন্য দিক দিয়ে মিনিবাস দাঁড় করিয়ে তাদেরকেও গ্রেফতার করে লালবাজারে নিয়ে যান।
তাহাদের দাবী ----
একশ দিনের কাজের প্রকল্প থেকে মহাত্মা গান্ধীর নাম মুছে ফেলার যাবে না।
একশ দিনের কাজের টাকা বরাদ্দের দায় এড়িয়ে গিয়ে, গরিব মানুষদের পেটে লাথি মারার মোদি সরকারের চক্রান্তের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো।
পশ্চিমবঙ্গে ১০০ দিনের বকেয়া কাজের টাকা আটকে রাখা চলবে না।
একশ দিনের কাজের টাকার হিসাব দিয়ে, অবিলম্বে পশ্চিমবঙ্গ সরকারের দ্বারা শ্বেতপত্র প্রকাশ করতে হবে।
যতই ভি জে, রাম জি করুক আমরা এর প্রতিবাদে লড়ছি লড়বো, জাতীয় কংগ্রেস সবার আগে প্রতিবাদে মাঠে নামে।