রাজনীতি

ব্রাহ্মণবাড়িয়া–১ আসনে জাতীয় পার্টির  মনোনয়ন পেলেন অ্যাডভোকেট শাহ আলম মাস্টার

ব্রাহ্মণবাড়িয়া–১ আসনে জাতীয় পার্টির  মনোনয়ন পেলেন অ্যাডভোকেট শাহ আলম মাস্টার

নিহারেন্দু চক্রবর্তী, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া–১ আসনে জাতীয় পার্টির দলীয়  মনোনয়ন পেয়েছেন অ্যাডভোকেট শাহ আলম মাস্টার। জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের স্বাক্ষরিত এক আনুষ্ঠানিক মনোনয়নপত্রের মাধ্যমে তাকে জাতীয় সংসদ সদস্য পদে প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয়েছে।

দলীয় সূত্র জানায়, কেন্দ্রীয় সিদ্ধান্তের আলোকে ব্রাহ্মণবাড়িয়া–১ নির্বাচনী এলাকা থেকে অ্যাডভোকেট শাহ আলম মাস্টারকে মনোনয়ন প্রদান করা হয়। দীর্ঘদিনের রাজনৈতিক সম্পৃক্ততা, সাংগঠনিক দক্ষতা এবং এলাকার সাধারণ মানুষের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগের বিষয়টি বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জাতীয় পার্টির নেতারা জানান, আসন্ন নির্বাচনে অ্যাডভোকেট শাহ আলম মাস্টার দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করে নির্বাচনী মাঠে শক্ত অবস্থান গড়ে তুলবেন বলে তারা আশাবাদী।

প্রসঙ্গত, জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের স্বাক্ষরিত দলীয় মনোনয়নপত্রটি ২৪ ডিসেম্বর ২০২৫ তারিখে ইস্যু করা হয়।