জাতীয়

বর্ণাঢ্য আয়োজনে তারাগঞ্জে ছাত্রদলের বিজয় দিবস উদযাপন

বর্ণাঢ্য আয়োজনে তারাগঞ্জে ছাত্রদলের বিজয় দিবস উদযাপন

জুয়েল আহমেদ, তারাগঞ্জ (রংপুর) : মহান বিজয় দিবস উপলক্ষে রংপুরের তারাগঞ্জে বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 
শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে পুষ্পস্তবক অর্পণ, বিজয় র‍্যালি, কুচকাওয়াজ ও প্যারেড অনুষ্ঠিত হয়। উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে উপজেলা ছাত্রদলের সভাপতি মহিউদ্দিন কাজল শহীদ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দল, শিক্ষা প্রতিষ্ঠান, এবং সামাজিক সংগঠনের পক্ষ থেকেও পুষ্পস্তবক অর্পণ করা হয়।

উপজেলা প্রশাসনের আয়োজনে একটি প্যারেড ও কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়, যেখানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। অনুষ্ঠানে বক্তব্যে ইউএনও মো. মোনাব্বর হোসেন বলেন, "মহান বিজয় দিবস বাঙালি জাতির এক গৌরবোজ্জ্বল ও স্মরণীয় দিন। গভীর শ্রদ্ধার সঙ্গে মুক্তিযুদ্ধে সকল শহীদ বীর মুক্তিযোদ্ধা ও নির্যাতিতদের স্মরণ করছি।"

অনুষ্ঠানে উপস্থিত মুক্তিযোদ্ধাদের ফুলের তোড়া দিয়ে সম্মান জানানো হয়। শিক্ষার্থীরা দেশাত্মবোধক গানের তালে নৃত্য পরিবেশন করে।