তাসলিমা আক্তার : পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) কবি বেগম সুফিয়া কামাল হলে এক শিক্ষার্থী অভিভাবক কর্তৃক শারীরিক হয়রানির শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটে শনিবার (২৫ অক্টোবর ২০২৫) বিকেল ৬টা ৩০ মিনিটে হল প্রাঙ্গণে। যা শিক্ষার্থীদের মধ্যে তীব্র উত্তেজনার সৃষ্টি করেছে।
সূত্র জানায়, ২০২১-২২ সেশনের শিক্ষার্থী নওশিন এহসান এশার(৬ষ্ঠ সেমিস্টার) অভিভাবক এমএমএস বিভাগের এক শিক্ষার্থীকে মারধর করেন। একই সঙ্গে এশার ছোট বোনও আরেক এমএমএস শিক্ষার্থীর চুল ধরে টানাটানি করেন এবং অকথ্য ভাষায় গালাগাল করেন বলে জানা গেছে।
একজন প্রত্যক্ষদর্শী শিক্ষার্থী বলেন, “ওনি শুধু গায়ে হাত তুলেননি, পাশাপাশি অনেক নোংরা ভাষায় কথা বলেছেন।”
পরে হলের প্রভোস্ট ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
এ বিষয়ে কৃষি অনুষদের ২০২১-২২ সেশনের এক শিক্ষার্থী জানান, “আপু নিজের আত্মরক্ষার জন্য রুমের দরজা আটকিয়ে দেয়। পরে তার অভিভাবক আপুদের রুমের দরজা অনেক ধাক্কাধাক্কি করে মারার চেষ্টা করেন।”
এ ঘটনায় হলের শিক্ষার্থীরা গভীর ক্ষোভ প্রকাশ করেছেন এবং অভিযুক্তদের বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। তাদের মতে, বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে অভিভাবকের এমন আচরণ শিক্ষার পরিবেশকে প্রশ্নবিদ্ধ করছে।হল প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।