শিক্ষা

জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে কক্সবাজারে বিআরটিএ’র সচেতনতামূলক কর্মসূচি

জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে কক্সবাজারে বিআরটিএ’র সচেতনতামূলক কর্মসূচি

আনোয়ার হোছাইন : 

জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে “মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কক্সবাজারে নানা কর্মসূচি পালন করছে বিআরটিএ, কক্সবাজার সার্কেল।
এরই অংশ হিসেবে মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে শহরের পৌর প্রিপারেটরি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতামূলক আলোচনা সভা, সেমিনার ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।


বিআরটিএ, কক্সবাজার সার্কেলের সহকারী পরিচালক মোহাম্মদ কামরুজ্জামান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এতে বক্তব্য রাখেন মোটরযান পরিদর্শক মোহাম্মদ মোশাররফ হোসেন, সহকারী মোটরযান পরিদর্শক মোহাম্মদ ইউছুফ, বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষিকাবৃন্দ।


এছাড়া দিবসটি উপলক্ষে বিআরটিএ, কক্সবাজার সার্কেল শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সড়ক নিরাপত্তা বিষয়ক পোস্টার টানানো, মাইকিং, লিফলেট বিতরণ ও রোড-শো আয়োজন করেছে।
বক্তারা বলেন, “সড়ক দুর্ঘটনা রোধে চালক ও পথচারী উভয়ের সচেতনতা জরুরি। মানসম্মত হেলমেট ব্যবহার, নির্ধারিত গতিসীমা মেনে চলা এবং ট্রাফিক আইন সম্পর্কে ধারণা থাকলে দুর্ঘটনার হার অনেকাংশে কমে যাবে।”


আলোচনার শেষে কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের হাতে ট্রাফিক আইন, সাইন ও নিরাপদ চলাচল বিষয়ক লিফলেট ও প্রচারপত্র তুলে দেন কর্মকর্তারা।
উল্লেখ্য, আগামী বুধবার (২২ অক্টোবর) সারাদেশে পালন করা হবে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৫। দিবসটি উপলক্ষে বিআরটিএ মাসব্যাপী সচেতনতামূলক কার্যক্রম হাতে নিয়েছে।