মোঃ শফিকুল ইসলাম।। সুনামগঞ্জ জেলার মধ্যনগর থানার এসআই/ইউসুব আলী, এএসআই/মোঃমহিনুর,এএসআই/আব্দুর রউফ সঙ্গীয় ফোর্স সহ মধ্যনগর থানা এলাকায় অভিযান পরিচালনাকালে রূপনগর এলাকা হইতে ২০০ গ্রাম গাঁজা,২০পিচ ইয়াবা,০২ বোতল ভারতীয় মদ সহ- মোঃ শফিকুল ইসলাম শফিক(৩৫),পিতা-মৃত মহিম উদ্দিন,সাং-রূপনগর দক্ষিণপাড়া,থানা-মধ্যনগর,জেলা-সুনামগঞ্জকে গ্রেফতার করে মধ্যনগর থানার মামলা নং-০৮ তাং-২৭/০৪/২৫খ্রিঃ ধারা-৩৬(১) সারণীর ১০(ক)/১৯(ক)/২৪(ক)/৪১মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ রজু করা হয়। পরবর্তীতে উক্ত ধৃত আসামীকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।