শিক্ষা

শিক্ষা ও সমাজ সংস্কারই পারে দারিদ্র্য বিমোচনের পথ সুগম করতে — আলোচনায় বক্তারা

শিক্ষা ও সমাজ সংস্কারই পারে দারিদ্র্য বিমোচনের পথ সুগম করতে — আলোচনায় বক্তারা

মোঃ মিজান : চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার সদর ইউনিয়ন এর সওদাগর পাড়ায় নিরক্ষরতা দূরীকরণ, সমাজ সংস্কার ও দারিদ্র্য বিমোচন বিষয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার ( ২৬ই অক্টোবর)  রাত ৯ ঘটিকার সময়প স্থানীয় জামে মসজিদে  অনুষ্ঠিত এই বৈঠকে এলাকার সমাজসেবক, শিক্ষক, তরুণ নেতা ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। 
উপস্থিত জনতা বলেন, নিরক্ষরতা শুধু ব্যক্তিগত নয়, বরং সমাজের সার্বিক উন্নয়নের পথে একটি বড় বাধা। এ সমস্যা দূর করতে শিক্ষার প্রসার, সচেতনতা বৃদ্ধি ও স্থানীয় পর্যায়ে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তারা।
এসময়ে তারা আরো বলেন, দারিদ্র্য বিমোচনের জন্য স্বনির্ভরতা ও দক্ষতা উন্নয়নমূলক কার্যক্রম চালু করা জরুরি। এ সময় উপস্থিত যুবসমাজকে সমাজ সংস্কারমূলক কর্মকাণ্ডে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।
সভায় শিক্ষার গুরুত্ব তুলে ধরে বক্তারা প্রত্যয় ব্যক্ত করেন নিরক্ষরতা মুক্ত সমাজই পারে দারিদ্র্যহীন বাংলাদেশ গড়তে।
এসময়ে উপস্থিত ছিলেন, জনাব নুরুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী সওদাগরপাড়া,জনাব আল মামুন জাহাঙ্গীর, বিশিষ্ট ব্যাবসায়ী ও সমাজসেবক, সেলিম উদ্দিন,নুরুল আমিন, নাছির উদ্দিন সওদাগর,রাসেল, নাজিম উদ্দিন,শিহাব স্যার, মোঃ আমিনুল ইসলাম আরমান, শহিদুল ইসলাম, নাঈম ইসলাম,রিয়াদ মেহেরাজ,ইমতিয়াজ হোছেন নবিন, মহাম্মদ মহসিন, মুহাম্মদ ইসমাঈল, মুহাম্মদ মিজবাহ,মেহেদী হাছান,তাওসিফ,সুমন,শহিদ,জাবেদসহ অন্যআন্যরা