জাতীয়

বড়দিনে সেন্ট মেরী’স ক্যাথিড্রাল চার্চে আইজিপির শুভেচ্ছা বিনিময়

বড়দিনে সেন্ট মেরী’স ক্যাথিড্রাল চার্চে আইজিপির শুভেচ্ছা বিনিময়

খ্রিস্টান সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শুভ বড়দিন উপলক্ষে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি), বাংলাদেশ পুলিশ জনাব বাহারুল আলম, বিপিএম আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেলে রাজধানীর কাকরাইলস্থ সেন্ট মেরী’স ক্যাথিড্রাল চার্চ পরিদর্শন করেছেন।

পরিদর্শনকালে আইজিপি চার্চে উপস্থিত খ্রিস্টান ধর্মাবলম্বী নেতৃবৃন্দ, ধর্মযাজক এবং আগত ধর্মপ্রাণদের সঙ্গে আন্তরিকভাবে বড়দিনের শুভেচ্ছা বিনিময় করেন। তিনি খ্রিস্টান সম্প্রদায়ের শান্তিপূর্ণ সহাবস্থান, সম্প্রীতি ও সামাজিক অবদানের প্রশংসা করেন।

আইজিপি বাহারুল আলম বলেন, “বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক চেতনার দেশ। এখানে সব ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্মীয় উৎসব উদযাপন করে আসছে। আইনশৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ পুলিশ সবসময় সকল ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর।”

এ সময় সেন্ট মেরী’স ক্যাথিড্রাল চার্চের আর্চবিশপ, ফাদারগণসহ চার্চ কর্তৃপক্ষের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। তারা বড়দিনে চার্চ পরিদর্শন ও শুভেচ্ছা জানানোর জন্য আইজিপিকে ধন্যবাদ জানান।

উল্লেখ্য, বড়দিন উপলক্ষে সারাদেশে গির্জাগুলোতে বিশেষ প্রার্থনা ও ধর্মীয় আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হচ্ছে। উৎসবকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ পুলিশ সারাদেশে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।