অর্থনীতি

কর আইনজীবীদের সঙ্গে সমন্বয় বাড়িয়ে রাজস্ব আহরণ জোরদারের আহ্বান

কর আইনজীবীদের সঙ্গে সমন্বয় বাড়িয়ে রাজস্ব আহরণ জোরদারের আহ্বান

জাহিদুল ইসলাম জাহিদ, সিলেট : কর অঞ্চল সিলেটের কর কমিশনার ভূবন মোহন ত্রিপুরা বলেছেন, দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য রাজস্ব আদায়ের বিকল্প নেই। একটি শক্তিশালী ও কার্যকর রাজস্ব ব্যবস্থাই পারে উন্নয়ন কর্মকাণ্ডকে টেকসই করতে। কর ব্যবস্থাকে আরও আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব করতে কর প্রশাসন ও কর আইনজীবীদের মধ্যে সমন্বিত উদ্যোগ প্রয়োজন।


কর আইনজীবীরা করদাতা ও কর প্রশাসনের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সেতুবন্ধন হিসেবে কাজ করেন। করদাতাদের কর আইন সম্পর্কে সচেতন করা, সঠিক পরামর্শ প্রদান এবং নিয়মতান্ত্রিকভাবে কর পরিশোধে উদ্বুদ্ধ করার ক্ষেত্রে তাদের ভূমিকা অনস্বীকার্য। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, কর আইনজীবীদের সক্রিয় অংশগ্রহণে কর প্রদানে জনগণের আস্থা বাড়বে এবং রাজস্ব আহরণ আরও গতিশীল হবে।


মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় সিলেট নগরীর কাজিটুলাস্থ একটি কনভেনশন সেন্টারে সিলেট জেলা কর আইনজীবী সমিতির বার্ষিক নৈশভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।


ভূবন মোহন ত্রিপুরা আরো বলেন, বর্তমান সরকার কর ব্যবস্থার ডিজিটালাইজেশনে ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছে, যার ফলে আয়কর রিটার্ন দাখিল, কর পরিশোধ ও বিভিন্ন সেবা গ্রহণ প্রক্রিয়া আগের চেয়ে অনেক সহজ ও দ্রুত হয়েছে। এই ডিজিটাল ব্যবস্থাকে সফল করতে করদাতা, কর আইনজীবী ও কর কর্মকর্তাদের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন।


সিলেট জেলা কর আইনজীবী সমিতির সভাপতি আয়কর আইনজীবী সিরাজুল হুসেন আহমদ আলমগীর এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ ফজলুর রহমান শিপু এডভোকেট এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কর অঞ্চল সিলেটের অতিরিক্ত কর কমিশনার মো. আনোয়ার সাদাত, সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট সরওয়ার আহমদ চৌধুরী আবদাল, বাংলাদেশ ট্যাক্স ল’ইয়ার্স এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এডভোকেট মো. আবুল ফজল, সমিতির সহ সভাপতি এডভোকেট মো. সফিকুল ইসলাম।


অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিলেটের জিপি এডভোকেট শামীম আহমদ সিদ্দিকী, মহানগর দায়রা জজ আদালতের পিপি এডভোকেট বদরুল আহমদ চৌধূরী, সমিতির সাবেক সভাপতি সিনিয়র আয়কর আইনজীবী আবু মোহাম্মদ আসাদ, সিনিয়র সদস্য বীর মুক্তিযোদ্ধা রফিকুল হক প্রমুখ।


অনুষ্ঠানে সার্বিক পরিচালনা সহযোগিতায় ছিলেন সমিতির যুগ্ম সম্পাদক-১ এডভোকেট অজিত কুমার রায়, যুগ্ম সম্পাদক-২ এডভোকেট জুনেদ আহমদ, সমাজ কল্যাণ সম্পাদক আয়কর আইনজীবী সৈয়দ আব্দুল হামিদ, সহ সম্পাদক আয়কর আইনজীবী ইসরাত জাহান নীপা।

অনুষ্ঠানে সমিতির ৯৩ জন নবাগত সদস্যদের বরণ, মেধাবী সন্তানদের বৃত্তি প্রদান এবং অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন আয়কর আইনজীবী মো. সাইদুর রহমান ও গীতা পাঠ করেন আয়কর আইনজীবী ঋষিকেশ ধর। শুরুতে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। সবশেষে র‌্যাফেল ড্র, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও বার্ষিক নৈশভোজ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সমিতির সিনিয়র, জুনিয়র সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।