জাতীয়

কারাগারে আতাউর রহমান বিক্রমপুরীর মারধরের মিথ্যা খবরের সমালোচনা

কারাগারে আতাউর রহমান বিক্রমপুরীর মারধরের মিথ্যা খবরের সমালোচনা

আলী আহসান রবি : সকল সম্মানিত গণমাধ্যম কর্মী ভাইদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় কারাগারে আগত আতাউর রহমান বিক্রমপুরীকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এ মারধর সংক্রান্ত একটি কন্টেন্টের প্রতি কারা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষিত হয়।

উক্ত কনটেন্টে আতাউর রহমান বিক্রমপুরী কারাগারের কয়েদি/হাজতী কর্তৃক জঙ্গিবাদের বিষয় উদ্ধৃতি করে মারধর করা হয়েছে মর্মে তথ্যপ্রচার করা হয়। প্রকৃতপক্ষে তথ্যটি সম্পূর্ণই মিথ্যা ও বিভ্রান্তিমূলক। এ ধরনের কোন ঘটনাই কারাগারে ঘটেনি।

তিনি কারাগারে নিরাপদ এবং সুস্থ আছেন। একটি চক্র দেশে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য এ ধরনের অপপ্রচার ও বিভ্রান্তিমূলক প্রোপাগন্ডা চালাচ্ছেন বলে কারা কর্তৃপক্ষ মনে করে। এ ধরনের বিভ্রান্তমূলক ও অপপ্রচার হতে সচেতন থাকার জন্য সকলকে অনুরোধ করা যাচ্ছে। 


উল্লেখ্য যে, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কর্তৃক ডিটেন্যু বন্দি বিক্রমপুরীকে তিন মাসের ডিটেনশন আদেশসহ গত *২৪/১২/২০২৫* তারিখে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার -১ গাজীপুর পাওয়া যায়।