হাফিজুর রহমান শিমুলঃ কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ দেলোয়ার হুসেন থানা এলাকায় করোনা ভাইরাস প্রতিরোধ মূলক নির্দেশনা সম্বলিত লিফলেট বিতরন করেন। সোমবার (২৪ মার্চ) বেলা ১১ টায় উপজেলার সদরসহ গুরুত্বপূর্ণ হাট-বাজার ও মোড়ে মোড়ে অফিসার ইনচার্জ জনগনকে করোনা আতঙ্কে আতঙ্কিত না হয়ে সচেতন থেকে একে প্রতিরোধ করার আহ্বান জানিয়ে লিফলেট বাতরন করেন। অফিসার ইনচার্জ সবাইকে খাওয়ার আগে ভালো করে হাত ধোয়ার কথা বলেন। অযথা জনসমাগম না করার আহ্বান জানান। প্রয়োজন ব্যতীত বাড়ির বাইরে না যাওয়া, প্রয়োজনে বাহিরে গেলেও অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে, সর্বোপরি সচেতনতা সৃষ্টির মাধ্যমে করোনা প্রতিহত করতে হবে। এটা নিয়ে কোন গুজব ছড়ানো থেকে বিরত থাকতে হবে। এ সময় অফিসার ইনচার্জ বিদেশ ফেরত ব্যক্তিদের বাড়ির সামনে লাল নিশান টানানো এবং হোম কোয়ারেন্টাইনের লোগো সম্বলিত স্টীকার সরেজমিনে লাগান। থানা অফিসার ইনচার্জ এর পাশাপাশি থানার সকল কর্মকর্তাবৃন্দ অতি উৎসাহের মধ্যদিয়ে করোনা প্রতিরোধে জনসচেতনতায় কাজ করে চলেছেন।