এতসব দু:সংবাদের মধ্যে একটা সুখবর। দেশি-বিদেশি বড় বড় শিল্পপতি ব্যবসায়ীরা যখন করোনা ইস্যুকে পুঁজি করে দ্রব্যমুল্য বৃদ্ধি, আর সরকারের কাছে সাহায্য চাওয়াটাই ব্রত হিসাবে গ্রহণ করেছে-সেই সাথে সরকার দরিদ্র জনগোষ্ঠির করের টাকা দিয়ে তাদের সেই চাহিদা পুরণ করছে-সেখানে একটি ব্যতিক্রমী সংবাদ, চিত্তকে উদ্বেলিত করে তুলেছে।
আকিজ গ্রুপের এম.ডি বশীর সাহেব তার নিজ উদ্যোগে তেঁজগায়ে দুই বিঘা জমিতে উহানের লেইশেনশান হাসপাতালের মতো করে- করোনা চিকিৎসার একটি অস্থায়ী হাসপাতাল গড়ে তুলছেন।
তিনি আশা করছেন, আগামী এক সপ্তাহের মধ্যে নির্মাণ শেষ হবে। সেই সাথে পরবর্তী এক সপ্তাহের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বসানোর কাজ শেষ হবে। বিনামুল্যে এইখানে করোনা রোগের চিকিৎসা হবে। তাঁকে এই কাজে সহায়তা দিচ্ছেন– দুইজন স্বনামধন্য অভিজ্ঞ চিকিৎসক।
তাছাড়া দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে আপদকালীন বিতরণের জন্য-দুই কেজি আটার প্যাকেটের বিশাল ভান্ডার ইতোমধ্যে গড়ে তুলেছেন।
এই হাসপাতাল নির্মাণের অন্যতম উদ্যোক্তা গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী আকিজ গ্রুপের জমি ও সহায়তা এই হাসপাতাল নির্মাণ হচ্ছে।
আল্লাহ এই কাজে তাঁকে সফলতা দান করুন।