সারাবিশ্বে করোনা ভাইরাসের সংক্রমণে বিশ্ব অর্থনীতি আজ হুমকির মুখে। আমাদের বাংলাদেশ আয়তনগত দিক থেকে ছোট হলেও প্রায় ১৮ কোটি মানুষের বসবাস। করোনা ভাইরাস প্রতিরোধে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসনিার দিক নির্দেশনায় সাধারণ ছুটি ঘোষণা ও সকলকে নিজ নিজ বাসায় অবস্থান করে করোনা ভাইরাস প্রতিরোধে আইন মেনে চলার নির্দেশ প্রদান করা হয়। যার ফলশ্রুতিতে সারাদেশে অফিস, আদালত, শপিংমল সহ দৈনিক আয়ের কর্মসংস্থান গুলো বন্ধ হওয়ায় মানুষগুলো অসহায় হয়ে বসে আছে। অনেকে মানবেতর জীবন যাপন করছে। বিশেষ করে গরীব ও মধ্যবিত্তরা বেশি অসহায়ত্বের দিন কাটাচ্ছে। বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা অসহায় ও খেটে খাওয়া মানুষের মাঝে খাদ্য পৌঁছানের উদ্যোগ নিয়েছেন। সেই সাথে সারাদেশে সামর্থ্যবান ও প্রতিশ্রুতিশীল সংগঠন ও মানুষগুলো এই অসহায় মানুষের পাশে দাড়িয়েছে। কেউ অর্থ দিয়ে, কেউ শ্রম দিয়ে, কেউ নিজ উদ্যোগে বিভিন্ন হৃদয়বান মানুষ থেকে সংগ্রহ করে এই মানুষগুলোর ঘরে খাবারের নিশ্চয়তা প্রদানের জন্য কাজ করছেন।
এরই ধারাবাহিকতায় মানুষের কল্যাণে প্রতিদিন এর সম্পাদক কবির নেওয়াজ রাজ-এর প্রচেষ্টায় মানুষের কল্যাণে প্রতিদিন পরিবারের পক্ষ থেকে এবং সংযুক্ত আরব আমিরাতে বসবাসকারী সাতক্ষীরার কৃতি সন্তান মাহমুদুল আলম বিবিসির আর্থিক সহযোগিতায় সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলায় ২০ পরিবারের মাঝে স্বল্প পরিসরে চাল, ডাল, আলু, পিয়াজ ও মুড়ি বিতরণ করা হয়।
এই বিতরণ কাজে সার্বিক সহযোগিতা করেন এস এম আহমদ আলী, মোখলেছুর রহমান মুকুল, শেখ সাইফুল ইসলাম, জি এম সোহেল সহ অনেকে।