ডুমুরিয়া: সাব-ইন্সপেক্টর ইয়াসিন আরাফাত, বর্তমানে ডুমুরিয়া থানার একজন পুলিশ অফিসার। অদ্ভুত একজন মানুষ। যার আছে আইনের প্রতি শ্রদ্ধা ও মানুষের জন্য মানবতা। যাকে দেখলে চেনাই মুশকিল।
দিনের আলোতে লাঠি হাতে বাজারে বাজারে ঘুরে বেড়াচ্ছেন। চায়ের দোকান তাড়িয়ে বন্ধ করে দিচ্ছেন, কেটলি কেড়ে নিয়ে যাচ্ছেন। সেই মানুষটিই আবার রাতের আধারে এসে চায়ের দোকানদের হাতে খাবার তুলে দিচ্ছেন। বারবার বিভিন্ন সংগঠনের লোকদের কাছে অনুরোধ করছেন চায়ের দোকানদার, সেলুনে কাজ করা মানুষদের খাবার দিতে। কারণ ওরা খুব অসহায়, দৈনিক আয়ের উপরেই তাদের সংসার চলে। তার আহবানে বিভিন্ন সংগঠন এগিয়ে এসে এই নি¤œ আয়ের মানুষের পাশেও দাঁড়িয়েছেন।
বাস্তবিক পক্ষে, উনি কঠোর হচ্ছেন আপনার, আমার, আমাদের ভালোর জন্যই। সাব-ইন্সপেক্টর ইয়াসিন আরাফাত -এর মত সকল পুলিশরাই কিন্তু বেশি ঝুকিপূর্ণ অবস্থাতে রয়েছেন। আমরা যেন ভাল থাকি এজন্য নিজেরাই নিজের পরিবার পরিজনের কথা চিন্তা না করে রাতদিন মাঠে থেকে আমাদের জন্য কাজ করছেন। ইয়াসিন আরাফাত ভাইকে যত দেখি ততোই অবাক হই। বাইরে যেমন কঠোর, ভিতরে তেমন শিশুদের মতোই মানবিক একটা মন। আপনাকে ও ডুমুরিয়া থানার সকলের জন্য দোয়া রইল।