খাদ্য অধিদপ্তর কর্তৃক আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে ভারত থেকে আমদানিকৃত ৫ হাজার ৭৫০ মেট্রিক টন সিদ্ধ চাল নিয়ে জাহাজ mv PHU THANH 36 মংলা বন্দরে পৌঁছেছে।
খাদ্য অধিদপ্তর কর্তৃক আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে ভারত থেকে আমদানিকৃত ৫০ হাজার মেট্রিক টন সিদ্ধ চালের প্রথম চালান ৫ হাজার ৭৫০ মেট্রিক টন চাল নিয়ে mv PHU THANH 36 মংলা বন্দরে ভিড়েছে। জাহাজে রক্ষিত চালের নমুনা সংগ্রহপূর্বক ভৌত পরীক্ষা ইতোমধ্যে শেষ হয়েছে।
দ্রুতই জাহাজ থেকে চাল খালাস শুরু হবে।এজন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।