গত ১/৫/২০২০ তারিখে নারায়ণগঞ্জ থেকে আগত ২৪ জন ইট ভাটা শ্রমিক ও তাদের পরিবারের সহ কেবিএ কলেজে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন এ রাখা হয়। ৩/৫/২০২০ তাদের কোন লক্ষন ছাড়াই র্যানডাম টেস্ট এ ৮ জনের স্যাম্পল পাঠানো হয় খুলনা ল্যাব এ। ১ জন পজেটিভ বাকি ৭ জন নেগেটিভ রিপোর্ট আসে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স তাদের স্বাস্থ্য বিধি সহ স্বাস্থ্যসেবা প্রদান করে। পুলিশ টহল সহ অন্যান্য সকলেই নজর রাখে। এই পর্যন্ত কারোই কোন লক্ষন নাই। IEDCR এর পরামর্শ ক্রমে উপজেলা স্বাস্থ্য বিভাগ ১৪/৫/২০২০ তাদের ২য় বার স্যম্পল নিয়ে IEDCR এর পরামর্শ ও সিভিল সার্জন মহোদয়ের অনুমতি ক্রমে ১৫ দিন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন শেষে হোমকোয়ারেন্টাইন এ পাঠান। ১৭/৫/২০২০ তারিখ ২৩ জনের পজেটিভ রিপোর্ট আসে। তদের ১৭টি বাড়ি সহ বসন্তপুর লকডাউন ঘোষণা করা হল। এ ছাড়া আরো সুশীল গাতি ও চিনেডাঙ্গার লিস্টে সংযুক্ত দের বাড়ি সহ আশেপাশের ১০ টি বাড়ি লকডাউন করা হল। এই সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরীন, দেবহাটা থানার অফিসার ইনচার্জ বিল্পব কুমার শাহা, সেকেন্ড অফিসার নয়ন কুমার চৌধুরী ও তাদের টিম, দেবহাটা সদর এর চেয়ারম্যান, গ্রাম পুলিশ ও সাংবাদিকবৃন্দ। লকডাউন কৃত এলাকায় সার্বক্ষণিক প্রহরার জন্য বিজিবি দেবহাটা ও দেবহাটা থানা টহলে থাকবেন। সুশীল ও চিনেডাংগায় দুই জন গ্রাম পুলিশ নিয়োগ প্রদানের জন্য ইউনিয়ন চেয়ারম্যান কে বলা হল। এছাড়া মনিটরিং এর জন্য সংশ্লিষ্ট ট্যাগ অফিসার সার্বক্ষণিক উপজেলা প্রশাসন কে রিপোর্ট প্রদান করবেন। এমতাবস্থায় উপজেলা স্বাস্থ্য বিভাগ কে পুনরায় IEDCR এ সরাসরি টেস্ট এর ব্যাবস্থা নেয়ার জন্য বলা হল।