শর্তসাপেক্ষে টিভি নাটকের শুটিং শুরুর দিনই ফের সব ধরনের শুটিং স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে টিভি নাটকের সংগঠনগুলো।করোনাভাইরাসের সংক্রমণ মোকাবেলায় প্রায় দেড় মাস ধরে শুটিং বন্ধ থাকার পর রোববার থেকে সরকারি নিয়ম মেনে ‘নিজ দায়িত্বে’ শুটিংয়ের অনুমতি দেওয়া হয়েছিল।শুটিং শুরুর দিনই বিকালে এক বৈঠকে সৈয়দ হাসান ইমাম, আবুল হায়াত, সুবর্ণা মুস্তাফাসহ বিভিন্ন সংগঠনের উপদেষ্টাদের আহ্বানে দেশের করোনাভাইরাস পরিস্থিতি বিবেচনায় সব ধরনের শুটিং স্থগিত করা হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।ইতোমধ্যে যারা শুটিং শুরু করেছেন তাদের দ্রুততম সময়ের মধ্যে শুটিং শেষ করে ঘরে ফেরার আহ্বান জানানো হয়েছে।সরকারের ঘোষিত সাধারণ ছুটির সঙ্গে সমন্বয় রেখেই শুটিং বন্ধের মেয়াদ বাড়ানো হবে।