কমনওয়েলথের অল পার্টি পার্লামেন্টারি গ্রুপ (এপিপিজি) গত নভেম্বরে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে একটি প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদনটি ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের পক্ষ নিয়ে তৈরি করা হয়েছে বলে অভিযোগ ওঠে। এই অবস্থায় পর্যালোচনার মুখে থাকা প্রতিবেদনটি প্রত্যাহার করেছেন ব্রিটিশ এমপিরা।
রোববার দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, লেবার দলের একজন এমপি হাউস অব কমন্সে প্রতিবেদনটির বিষয়ে আপত্তি তুলে ধরার পর প্রতিবেদনের কপি আর বিতরণ করা হয়নি