।। আমি ফার্মাসিস্ট (ঔষধ বিজ্ঞানী), সরকার ঘোষিত করোনা যোদ্ধা নই, সুপার হিরোও নই, আমি আপনার হাতে জীবনরক্ষাকারী ঔষধ তুলে দিতে গিয়ে আজ স্বপরিবারে অসুস্থ, মৌলিক অধিকার চিকিৎসা সেবা থেকে বঞ্চিত ।।
করোনা মহামারীর লকডাউনে আপনারা যখন বাসায় অবস্থান করছেন, তখন অন্যসকল Pharmaceutical Professional দের মত আমিও নিয়মিতভাবে পেশাগত দায়িত্ব পালনকরে আসছিলাম, গত ৬মে লাস্ট অফিস করি, ৭ মে থেকে অসুস্থ হয়ে যাই (জ্বর, সারা শরীর ও জয়েন্টে ব্যাথা), ৮ মে-৯ মে প্রচন্ড জ্বর (১০২-১০৩) গলা ব্যাথাসহ কাশি শুরু হয়, স্বাস্থ্য অধিদফতরে ফোন দেই, তারা বাসায় চিকিৎসা নিতে বলেন আর বললেন চাইলে BSMMU (PG) তে যেয়ে সকাল ৮-১১ টার মধ্যে সিরিয়ালে Sample দিয়ে আসতে পারি তবে তাতে অসংখ্য রোগীর ভিড়ে Contaminate চান্স আছে বলেও সতর্ক করলেন, শারীরিক অবস্থার কারনে যেতে পারলামনা।
একইভাবে icddrb এবং praava health তে টেস্ট এর ব্যাপারে ফোন দিলাম, তারা বললেন, তারা শুধু IEDCR এবং Govt. Sample নিয়ে কাজ করেন। তারাও বাসায় চিকিৎসা নিতে বলেন। মানসিক ভাবে শক্ত ছিলাম, বাসায় চিকিৎসা নিতে থাকি, জ্বর কমতে থাকে কিন্তু কাশি বেড়ে যায়, সাথে কালো কফ আসতে থাকে…
৭ম দিন আমার জন্য সবচেয়ে খারাপদিন যেদিন আমার Wife Contaminated হয়ে যায়, আমার স্ত্রী একটি বিশ্ববিদ্যালয়ের IT Lecturer, বিবাহের ৫ম বছরে আমার সন্তানের মা হতে চলছে; সেও আক্রান্ত হলো…
আমি আস্তে আস্তে মনোবল হারিয়ে ফেললাম, ৮ম দিন থেকে আমার শ্বাসকষ্ট শুরু হয়, ১০ম দিন থেকে শ্বাসকষ্ট ও কাশির সাথে Blood আসতে থাকে, মুখ শুকিয়ে যায়…সব দুঃস্বপ্নের মত লাগে…
পেশাগত দায়িত্বপালন করতে গিয়ে আজ আমি ও আমার পরিবার ঝুঁকির মুখে, কঠিন মুহূর্তেও সরকারী-বেসরকারী সাপোর্ট নেই, গত ১৫ দিন এভাবে আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় বেঁচে আছি…
আজ আমার অসুস্থতার ১৫ তম দিন, গত ১৪ দিন ধরে অনেক চেষ্টা করেও কোথাও টেস্ট করাতে পারিনি, গত সাতদিন ধরে শ্বাসকষ্টের কারনে, ঘুমাতে পারিনা, চোখ বন্ধ হলে শ্বাস বন্ধ হয়ে যেতে চায়…
এর মধ্যে DMCH, SQUARE, LABAID, ANOWAR KHAN, Specialized Hospital, BRB, UNITED Hospital…. যোগাযোগ করলেও কোথাও ভর্তি নেয়নি…
গত ১৮/০৫/২০২০ তারিখ রাতে শ্বাসকষ্ট বেড়ে গেলে অফিসথেকে এম্বুলেন্স পাঠিয়ে আমাকে ও আমার মিসেসকে Anwer Khan Modern Medical নিয়েযায়, দুইঘন্টা চেষ্টা করার পরো ভর্তি নেয়নি, বলেন কভিড পেশেন্টের জন্য আইসোলেশন ইউনিট খালি নাই, উপায় না দেখে DMC নিয়ে যাওয়া হয়, ওখানে শুধু X-ray করে পিয়ন পাঠিয়ে ডাক্তার রাত ১:৩০টায় বলেন সমস্যা নাই, কিন্তু অনেক চেষ্টা করলেও ডাক্তার দেখা করেননি, পেশেন্টের সাথে কথা না বলে, উনার পিয়নের সাথে কথা বলে X-ray দেখে আমার ৫মাসের pregnant wife কে ১১ দিনের জন্য Reconil (Hydroxychloroquine), Fexo 120 আর Napa লিখে দিয়েছেন, protest করাতে পরে Reconil বাদ দিলেন এবং দুজনকে বসুন্ধরা আইসোলেশন সেন্টারে রেফার করলেন…
সারারাত দুজন খুব কস্ট পেয়েছি, DMCH এর একটি ওয়ার্ডে বসে কোন রকম সারা রাত পার করেছি, ভোর হওয়ার পর বাসায় আসি, কারো প্রতি কোন অভিযোগ নেই, এভাবেই চলছে…
মহান আল্লাহর উপর ভরসা করে বাসায় চিকিৎসা নিচ্ছি, এইদেশ আমার ও আমার পরিবারের চিকিৎসা সেবা দিতে পারবেনা; নিজেকে খুব অসহায় লাগলে পবিত্র কোরআন তিলাওয়াত করি। তবে এই কঠিন সময় একটা বিষয়ে খুবই অবাক হয়েছি দিনে-রাতে যখনই কোরআন পড়েছি, কিছুক্ষণপর খেয়াল করেছি শ্বাসকষ্ট কিছুটা উপশম হয়েছে। মনেহচ্ছে ইহা মহান আল্লাহতালার একটা অনুগ্রহ।
আলহামদুলিল্লাহ্ এরমধ্যে গত ১৬/০৫/২০২০ অনাগত সন্তানের জন্য পবিত্র কোরআন খতম দিয়েছি, অনেক চিন্তা ছিল শেষকরতে পারব কিনা? অবশেষে মহান আল্লাহ সফল করেছেন।
অসুস্থতার এইকয়দিনে ভাবলাম দেশের জন্য কি কিছু করতে পেরেছি? গত ১২ বছর ফার্মাসিউটিক্যালসে আপনাদের হাতে জীবনরক্ষাকারী নিরাপদ ঔষধ তুলে দেওয়ার জন্য নিরলস ভাবে কাজ করেছি। সরকারকে ইনকাম ট্যাক্স ও সকল কেনাকাটার ভ্যাট দিয়েছি। JU, BU & UAP ল্যাবে থিসিসসহ ফার্মাসিউটিক্যালস টেকনোলজি নিয়ে কিছু গবেষণামূলক কাজ করেছিলাম যেগুলো থেকে ৩ টা বই এবং ১৮ টি আর্টিকেল বিভিন্ন জার্নালে প্রকাশিত হয়েছে।
https://www.researchgate.net/profile/Md_Faruki
http://scholar.google.com/citations?user=jvzAKIoAAAAJ&hl=en
https://www.eurobuch.com/buch/isbn/6139864380.html
https://www.morebooks.shop/store/gb/book/phytochemical-and-biological-investigations-of-calotropis-procera/isbn/978-3-659-62447-6
Dear Bangladesh,
We, Pharmacists are not the superheroes nor COVID-19 Fighter; may be the most useless professional in our beloved Motherland….Yes we are 😞 😞 😞
আমারমত আরো অনেক ফার্মাসিস্ট আজ পেশাগত দায়িত্বপালন করতে গিয়ে আজ আক্রান্ত, জানি আমাদের কথা আপনারা কেউ বলেননা, বলবেননা, কেউ জানবেনা…এই দেশ কেন এবং কিভাবে ঔষধ শিল্পে স্বয়ংসম্পূর্ণ হয়েছে? তবে কথা দিচ্ছি মহান আল্লাহ যদি সুস্থ করেন তবে আবার ফিরে যাব কর্মক্ষেত্রে পেশাগত দায়িত্ব পালনকরতে এবং আপনাদের হাতে জীবনরক্ষাকারী ঔষধ পৌঁছে দেওয়ার জন্য আবার কাজ করে যাব ইনশাআল্লাহ্। আমরা সরকারী প্রনোদনা চাইনা, চাই শুধু মৌলিক অধিকারটুকু। ফার্মাসিস্টদের প্রাপ্য সম্মানসহ হসপিটাল ফার্মাসিস্ট, কমিউনিটি ফার্মাসিস্ট এবং স্বাস্থ্যখাতে WHO Guideline মেনে গ্রাজুয়েট ফার্মাসিস্ট নিয়োগ দেওয়া হোক।
সবাইমিলে দেশকে ভাল না বাসলে, দেশের জন্য কাজ না করলে এক #বঙ্গবন্ধুকন্যা একাই কি #বঙ্গবন্ধুর স্বপ্নের স্বাধীন সোনার বাংলা গড়তে পারবেন? না তিনি একাসব পারবেন না। অনিয়ম ও দূর্নীতি তাঁর সকল অর্জন ম্লান করে দিচ্ছে এবং ভবিষ্যতেও দিবে।
অবশেষে আপনাদের একটি প্রশ্ন করি, উত্তর দেবেন তো? আমরা তরুন প্রজন্ম যারা দেশকে ভালবাসি, দেশের স্বাধীনতা ও মহান মুক্তিযুদ্ধকে মনে লালন করি; তাদের অনাগত সন্তানরা এই অবস্থায় দেশকে ভালবাসতে পারবেতো??? কারন আমার মৃত্যুর পর দেশের কাছে আমি শুধু একটি সংখ্যা কিন্তু আমার মা, আমার স্ত্রী ও অনাগত সন্তানের কাছে আমি পুরো পৃথিবী।
আপনাদের কাছে অনুরোধ, দয়াকরে আমাকে করুনা করার চেষ্টা করবেননা, পারলে দোয়া করবেন যেন আমার অনাগত সন্তান একটি সুস্থ ও সুন্দর পৃথিবী পায়। মনেকরেছিলাম এই ব্যাপারে কিছুই লিখবোনা নিজের মনের ব্যাথা কাউকে জানাবো না, কিন্তু অনেক কষ্টকরে প্রচন্ড কাশি আর শ্বাসকষ্ট নিয়ে লিখাটি লিখেছি শুধু নিজের দায়বদ্ধতা থেকে। কারো কাছথেকে শুনে নয় বরং গত ১৫ দিনের অসুস্থতায় যা ফেইস করেছি শুধু তাই লিখেছি। আমরা খবরের কাগজ, টেলিভিশনসহ মিডিয়াতে যা দেখি-শুনি বাস্তবতা আরো অনেক বেশী কঠিন এবং ভয়াবহ।
মহান আল্লাহ আপনাদের সবাইকে ভাল রাখুন, সুস্থ রাখুন আর প্রিয় মাতৃভূমিসহ সারাবিশ্বজাহানকে করোনাসহ সকল দূর্যোগ থেকে রক্ষা করুন; আমীন।
মোঃ জাকারিয়া ফারুক, ফার্মাসিউটিক্যাল প্রফেশনাল এর ফেসবুক ওয়াল থেকে নেওয়া