হাফিজুর রহমান শিমুলঃ সাতক্ষীরার কালিগঞ্জে ইউএনডিপি’র আর্থিক সহায়তায় সুশীলনের উদ্যোগে কালিগঞ্জ, শ্যামনগর ও আশাশুনী উপজেলায় ঘুর্ণিঝড় “আম্ফান” এর কারণে আশ্রয়কেন্দ্রে আশ্রীতদের মাঝে হ্যান্ড স্যানিটাইজার, সাবান, মাস্কসহ ১২ টি আইটেম বিতরণ করা হয়েছে। বুধবার(২০ মে) বিকাল ৩ টায় কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোজাম্মেল হক রাসেল এর হাতে সামগ্রীগুলো তুলে দেন সুশীলনের উপ পরিচালক মোস্তফা আক্তারুজ্জামান পল্টু’র নেতৃত্বে এমনিভাবে শ্যামনগর প্রকল্প সমন্ময়কারী জাকির হোসেন, উপজেলা কো-অর্ডিনেটর লিটন হোসেন ও আশাশুনী উপজেলায় সুশীলনের এফও মোঃ রুহুল আমিনসহ দায়িত্বরত কর্মকর্তাগন সামগ্রী হস্তান্তর করেন। জানাগেছে, ঘুর্ণিঝড় “আম্ফান” এর কারণে পৃথক তিনটি উপজেলায় সর্বমোট ১শ ৮০টি আশ্রয়কেন্দ্রে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী তুলে দেওয়া হয়েছে। বে-সরকারি উন্নয়ন সংস্থা সুশীলনের উদ্যোগে ইতিমধ্যে শ্যামনগর ও কালিগঞ্জ উপজেলার সহস্রাধীক উপকারভোগীর মাঝে ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয়। সামগ্রীর মধ্যে রয়েছে, ব্লিচিং পাওডার ১শ ৮০ কেজি, ঝাঁড়ু ৩শ ৬০ টি, লাইফবয় সাবান ১ হাজার ৮শ পিচ, হুইল সাবান ৯শ, হ্যান্ড স্যানিটাইজার, ১৮শ, লাইট ১ শ ৮০ পিচ, বালতি ১৮০ পিচ, মগ ১ শ ৮০ পিচ, মোমবাতি ৪ হাজার ৩শ ২০ পিচ, ১৮ শ পিচ গ্যাস লাইট, জগ ৯শ, গ্লাস ৯শ ও মাস্ক ১ শ ৮০ পিচ। আত্ম সামাজিক উন্নয়নে সুশীলন দীর্ঘদিন ধরে দেশের দক্ষীণ পশ্চিমাঞ্চলে ব্যাপক কাজ করে চলেছেন। আত্মমানবতার সেবায় জনকল্যাণে তাদের ত্রাণ সহায়তা অব্যাহত থাকবে বলে সুশীলনের উপ পরিচালক মোস্তফা আক্তারুজ্জামান পল্টু এ প্রতিনিধিকে জানান।