মোহাম্মদ আল-আমিন,অনলাইন ডেস্ক:
রবিবার সন্ধ্যা পর্যন্ত তার অবস্থার কোনো পরিবর্তন হয়নি। কিছুটা শ্বাসকষ্ট রয়েছে। নিয়মিত তাকে অক্সিজেন দেওয়া হচ্ছে। আগে সপ্তাহে তিনদিন ডায়ালাইসিস লাগলেও বর্তমান পরিস্থিতি বিবেচনায় এখন প্রতিদিনই ডায়ালাইসিস দিচ্ছেন চিকিৎসকরা। গণস্বাস্থ্য কেন্দ্রের জনসংযোগ কর্মকর্তা মো. ফরহাদ গতকাল গণমাধ্যমকে জানান, জাফরুল্লাহ চৌধুরীর অবস্থা আগের মতোই। বৃহস্পতিবার রাতে জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থার অবনতি হয়। তার শ্বাসকষ্টও বেড়েছিল। শনিবার সকালে অবস্থা আগের চেয়ে কিছুটা উন্নতির দিকে গেলেও বর্তমানে স্থিতিশীল।
শনিবার রাতে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রধান নির্বাহী কর্মকর্তা মনজুর কাদির আহমেদের বরাতে গণস্বাস্থ্য কেন্দ্রের ফেসবুক পেজে জানানো হয়, ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। যদিও উনি এখনো পুরোপুরি ঝুঁকিমুক্ত নন। ওনাকে শুক্রবার রাতে ডায়ালাইসিস এবং প্লাজমা থেরাপি দেওয়া হয়েছে। আজ আবারও ডায়ালাইসিস দেওয়া হয়। স্বাভাবিক শ্বাস-প্রশ্বাসের জন্য অক্সিজেন থেরাপি লাগছে।