সোহাগ হোসেন।। ময়মনসিংহের ভালুকা উপজেলা বিরুনীয়া ইউনিয়ন শ্রমিক দলের সাবেক আহবায়ক নাজমুল হক সাকু মাদক কারবারি সম্রাট নামে এলাকায় পরিচিত।
নাম প্রকাশের অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান এলাকায় চিন্হিত মাদকব্যবসায়ী নাজমুল হক সাকু ওরুফে ইয়াবা সাকু ৫ নং বিরুনীয়া ইউনিয়ন শ্রমিক দলের সাবেক আহবায়ক থাকা অবস্থায় মাদকসহ ভালুকা মডেল থানায় আটক হয়।কিন্তু সরকার পতনের পর থেকে জামিনে এসে এলাকায় তার হাত ধরে শিশু থেকে শুরু করে বৃদ্ধ বয়সের লোকজন এখন মাদক সেবন করে এবং বিরুনিয়া ইউনিয়নের সকল জায়গায় তার নেতৃত্বে স্লাপ্লাই করে মাদকের বিস্তার করেছে।
মানুষের কাছ থেকে টাকা আত্মসাৎ করা তার পেশা।দল থেকে বহিষ্কার হওয়ার পরেও শ্রমিক দলের নাম ব্যবহার করে সে অপকর্ম ব্যাহত রেখেছে এবং কি তার বিরুদ্ধে ভালুকা থানায় মাদক মামলা নারীর শিশু নির্যাতন চাঁদাবাজি মামলাসহ একাধিক মামলা রয়েছে।
এই নাজমুল হক সাকু বিরুনীয়া ইউনিয়নের গোয়ারী গ্রামের আতঙ্কিত এক নাম তার ভয়ে কেউ মুখ খুলে না।
ভালুকায় থানায় গ্রেপ্তার হয়েছে সে কিভাবে শ্রমিক দল ব্যবহার করে একের পর এক অসামাজিক কাজে লিপ্ত হচ্ছে ও দাপটের সাথে এখনো মাদক ও ইয়াবা ব্যবসা করে যাচ্ছে।
শ্রমিক দলের এই নেতা নাজমুল হক সাকু বিরুনীয়া এখন মাদক ব্যবসা করে যুব সমাজ ধ্বংস করে দিচ্ছে।