দূর্বিষহ যন্ত্রণার এক বছর পূর্ণ হলো,,,গত বছর এই দিনে ফজরের নামাজ পড়ে পুলিশ লাইনে মাষ্টার প্যারডে যোগদানের উদ্দেশ্যে রওনা হই,, এক ঘন্টার পথ, সকাল ৭ বাজার আগেই সাতক্ষীরা পুলিশ লাইনস এ পৌঁছে যাই। সকাল ০৮.০০ থেকে ০৯.০০ পর্যন্ত প্যারেড। তারপর ঘর্মাক্ত শরীর নিয়ে ০৯.৩০ টায় কালিগন্জ রওনা,, আগের রাতে ঈদের ছুটি শেষে ৭ ঘন্টার লং ড্রাইভ করে রাজশাহী থেকে ফিরেছি রাত ০৩.৩০ টায়। ০৯.৩০ টায় কালিগন্জ রওনা হই,, বাকাল বিজিবি চেক পোস্ট পার হবার পর প্রচন্ড ক্লান্তি আর ঘুম পাচ্ছিলো ড্রাইভার’ কে বললাম কোন তাড়াহুড়া না করে ধীরে আর সাবধানে চালাতে। নেট কানেকশন অন করে বন্ধুদের শুভ সকাল জানালেও আমার নিজের সকালটা সেদিন শুভ ছিলো না। দু’একটা মেসেজের উত্তর দিয়ে কখন ঘুমিয়ে গেছি বুঝতে পারি নি,, হঠাৎ কড়া ব্রেকের শব্দ,, দেখলাম বড় একট বাসের সামনে আমাদের পিক আপ, মূহুর্তে বাসের সাথে মুখোমুখি,, ছিটকে পড়লাম সামনের সিটের উপর বাম হাতে প্রচন্ড ব্যাথা আর কিছু একটা ভাঙ্গার শব্দ কানে এলো, তখনই বাতাসে ভেসে উঠে মাথা লাগলো ছাদে আবারও আঘাত পেলাম,, এরপর আবারও ছিটকে পড়লাম সামনের সিটের উপর প্রচন্ড ব্যাথা বামগালে,, উইন্ড ভেঙে টুকরাগুলো মুখমন্ডলে এসে লাগতে শুরু করলো,, মুখ মন্ডল আর সারা দেহে অজস্র কাঁচের টুকরা বিঁধে রক্ত ঝরতে শুরু করলো, চোখে বিজলী চমকানোর মতো আলোর ঝলকানি আর কানে ঝিঁঝিঁ পোকার ডাকের মতো বিচিত্র সব শব্দ….
লেখক হাসান হাফিজুর রহমান
অফিসার ইন চার্জ