‘৫১তম আগা খাঁন গোল্ড কাপ গলফ টুর্নামেন্ট-২০২৫’ গত ১৬-১৮ জানুয়ারি ২০২৫ তারিখ পর্যন্ত তিনদিন ব্যাপী কুর্মিটোলা গলফ কোর্সে সমাপ্ত হয়েছে। বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গত ১৮ জানুয়ারি ২০২৫ তারিখে কুর্মিটোলা গলফ ক্লাবের ব্যাংকুয়েট হল-এ বিজয়ী গলফারদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এই টুর্নামেন্টে কুর্মিটোলা গলফ ক্লাবের দেশি/বিদেশি সদস্যগণসহ দেশের সকল গলফ ক্লাবের প্রায় ৫০০ জন গলফার অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে টুর্নামেন্টে অংশগ্রহণকারী সম্মানিত সদস্যগণ ছাড়াও কমান্ড্যান্ট, ন্যাশনাল ডিফেন্স কলেজ ও কুর্মিটোলা গলফ ক্লাবের ভাইস প্রেসিডেন্ট, প্রিন্স আগা খাঁন কাউন্সিল বাংলাদেশ এর প্রেসিডেন্ট, বাংলাদেশ বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং সংশ্লিষ্ট পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ এতে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, গত ১৭ জানুয়ারি ২০২৫ তারিখে বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আগা খাঁন গোল্ড কাপ গলফ টুর্নামেন্ট-২০২৫ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।