কোটা সংস্কারের বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্পষ্ট ঘোষণা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন কোটা সংস্কার আন্দোলন কেন্দ্রীয় কমিটি। কমিটির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রাশেদ খান বুধবার দুপুরে” মানুষের কল্যানে প্রতিদিনকে” এ কথা বলেন। তিনি বলেন, প্রধানমন্ত্রীর ঘোষণা ছাড়া আমাদের আন্দোলন বন্ধ হবে না। আর প্রধানমন্ত্রীর ঘোষণা হতে হবে আমরা যেটা দাবি করেছি সেটা। তবেই আমরা আন্দোলন প্রত্যাহার করবো।