পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) অধীনে হওয়া নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসের ঘটনা তদন্ত করতে গিয়ে অনেক চাঞ্চল্যকর তথ্য পাচ্ছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এমন অপকর্মে শুধু সংস্থাটির উপপরিচালক (ডিডি) বা সহকারী পরিচালকই (এডি) নন, এই সিন্ডিকেটে আরও বড় রাঘববোয়াল থাকতে পারে বলে সন্দেহ তদন্তকারীদের। দৃশ্যের আড়ালে থাকা সেই রাঘববোয়াল মাঠপর্যায়ের চক্রের ছায়া হয়ে থাকতেন বলে আভাস মিলছে। তদন্ত সংশ্লিষ্ট ও গোয়েন্দা সূত্রে এসব তথ্য পাওয়া গেছে।
প্রশ্নফাঁসে পিএসসির দুই ডিডি, দুই এডি এবং দুজন অফিস সহায়কসহ ১৭ জনকে গ্রেপ্তারের ঘটনায় দায়ের মামলা সিআইডি তদন্ত করছে। তবে গুরুত্ব বিবেচনায় অন্যান্য গোয়েন্দা সংস্থাও পুরো ঘটনা তদন্তে নেমেছে। মূলহোতাদের চিহ্নিত করার জন্য নানা তথ্য সংগ্রহ করা হচ্ছে।