আজ ২১.০৬.২০২০ সকাল ৮.০০ ঘটিকায় সাতক্ষীরার আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের বড়দল বাজার ও খাজরা ইউনিয়নের খাজরা বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধভাবে নদী হতে আহরণকৃত রেনুপোনা ক্রয় করে পরিবহন করায় রেনুপোনা আটক করে নদীতে অবমুক্ত করা হয়, রেনু পোনা ধরার নেটজাল বিনষ্ট করা হয় এবং দোষী ব্যক্তিদের জরিমানা করা হয়| নদী হতে অবৈধভাবে রেনু পোনা ধরায় মাছের উৎপাদন হ্রাস পাচ্ছে সেকারনে সংশ্লিষ্ট সকলকে এ বিষয়ে সচেতন করা হয়| এছাড়া সামাজিক দুরত্ব বজায় না রাখা এবং মাস্ক না পড়ায় দুই জনকে জরিমানা করা হয়| এ সময় মাস্ক পড়া ও সামাজিক দুরত্ব বজায় রাখার জন্য সবাইকে সচেতন করা হয়| ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জনাব মীর আলিফ রেজা, উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট, আশাশুনি | জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।