দেশের চলমান অর্থনৈতিক বৈষম্য দূর করতে না পারলে সংস্কারের প্রস্তাবনা বাস্তবায়ন হবে না বলে মন্তব্য করেছেন লেখক ও চিন্তাবিদ অধ্যাপক সলিমুল্লাহ খান। তিনি বলেছেন, অর্থনৈতিক বৈষম্য দূর করতে হলে মার্কেট সিস্টেমের অবিচার দূর করতে হবে।
আমাদের এখানে ভালো মন্দ যা হচ্ছে তা মার্কেট সিস্টেমের কারণে হচ্ছে। বর্তমানে মার্কেট সিস্টেমের যে অবিচার, সেটাকে দমনের জন্য আপনারা কি করবেন।
জনগণের মধ্যে যারা সব থেকে অর্থনৈতিকভাবে যারা নিম্ন আয়ের বা গরিব তাদের মজুরি ঠিক করা ছাড়া বৈষম্য দূরের যে ব্যবস্থা তা বাস্তবায়ন হবে না। আর এদের সন্তানরাই আন্দোলনে প্রাণ দিয়েছেন।
এ সকল মানুষের নিম্নতম মজুরি বাস্তবায়ন না করতে পারলে আমরা যে সংস্কারের প্রস্তাবনা দিয়েছি তা বাস্তবায়ন হবে না।
মঙ্গলবার (২১ জানুয়ারি) সন্ধ্যায় গুলশানের অটোবি সেন্টারের সেলিব্রিটি কনভেনশন হলে জাতীয় নাগরিক কমিটি ঢাকা মহানগর উত্তর আয়োজিত ‘ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়নের’ লক্ষ্যে থানা প্রতিনিধি সভায় অতিথি আলোচক হিসেবে উপস্থিত থেকে তিনি এসব কথা বলেন।